বরিশালের গৌরনদীতে রাতের আঁধারে প্রবাসীর স্ত্রীর সাথে অনৈতিক কাজে লিপ্ত থাকার সময় জনতার হাতে আটক উপজেলা ছাত্র শিবিরের সেক্রেটারি মাইনুল ইসলাম পলাশকে সংগঠন থেকে স্থায়ী বহিস্কার করা হয়েছে।
শনিবার (১৫ মার্চ) সকালে শিবিরের জেলা শাখার সভাপতি আকবর হোসেন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে তাকে বহিস্কারের তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঘটনার খবর পেয়ে জেলা কমিটি ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করে দ্রুত সময়ের মধ্যে রিপোর্ট জমা দিতে বলে। কমিটির রিপোর্ট অনুযায়ী, প্রাথমিকভাবে ঘটনার সাথে উপজেলা ছাত্র শিবিরের সেক্রেটারী মাইনুল ইসলাম পলাশের সংশ্লিষ্টতা পাওয়া যায়। এরপর জরুরি দায়িত্বশীল মিটিংয়ে সর্বসম্মতিক্রমে তাকে সংগঠন থেকে বহিস্কার করা হয়।
যদিও শুক্রবার রাতে গৌরনদী উপজেলা জামায়াতের আমির মাওলানা আল আমিন বলেছিলেন, মাইনুল ইসলাম পলাশকে আগেই শিবির থেকে বাতিল করা হয়েছে। তার সঙ্গে শিবিরের কোন সংশ্লিষ্টতা নেই।
বিজ্ঞপ্তির প্রদানের বিষয়টি নিশ্চিত করে ইসলামী ছাত্র শিবির বরিশাল জেলা সভাপতি আকবর হোসেন বলেন, ২৫ সেশনে দায়িত্ব পেয়েছিলো মাইনুল ইসলাম পলাশ। বিভিন্ন মাধ্যমে বিষয়টি জানার পরপরই তাকে সংগঠন থেকে স্থায়ীভাবে বহিস্কার করা হয়।
উল্লেখ্য, বৃহস্পতিবার (১৩ মার্চ) দিবাগত ভোর রাতে বদরপুর গ্রামের বাসিন্দা উপজেলা ছাত্র শিবিরের সেক্রেটারি মাইনুল ইসলামকে মসজিদ সংলগ্ন পাশের বাড়ির এক সৌদি প্রবাসীর স্ত্রীর ঘরে অনৈতিক কর্মকান্ডের সময় এলাকাবাসী কাছে হাতেনাতে ধরে ৯৯৯ নাম্বারের মাধ্যমে পুলিশকে খবর দেয়। পরে ঘটনাস্থল থেকে প্রবাসীর স্ত্রীসহ মাইনুলকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। আটককৃত মাইনুল উজিরপুর উপজেলার পশ্চিম শোলক গ্রামের শাহ আলম ফকিরের ছেলে।
গৌরনদী মডেল থানার ওসি মো. ইউনুস মিয়া বলেন, অসামাজিক কাজে লিপ্ত থাকার দায়ে ওই দুইজনকে জনরোষ থেকে রক্ষা করে থানায় নিয়ে আসা হয়। পরবর্তীতে পুলিশ বাদি হয়ে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়।
প্রধান সম্পাদকঃ আবুবকর সিদ্দিক সুমন। নির্বাহী সম্পাদকঃ রুবেল হাসনাইন। বার্তা সম্পাদকঃ রুমি বরুয়া।
গুলশান, ঢাকা-১২১৬, বাংলাদেশ। ইমেইলঃ admin@sylhet21.com,sylhet21.com@gmail.com মোবাইলঃ +1586 665 4225
© 2024 Sylhet21 All Rights Reserved. | Developed Success Life IT