প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ৫, ২০২৫, ৪:০১ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ৪, ২০২৫, ৭:২৮ পি.এম
পূজা দেখতে এসে বাড়ি ফেরা হলো না তিন বন্ধুর
ফেনী নোয়াখালী মহাসড়কের দাগনভূঞা বেকের বাজারে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কায় ঘটনাস্থলেই ২ বন্ধু নিহত হয়। পরে হাসপাতালে নেওয়া হলে আরেকজনের মৃত্যু হয়।
সোমবার (০৩ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে ফেনী নোয়াখালী মহাসড়কের দাগনভূঞা বেকের বাজারে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- সৌরভ, দেবু ও অন্তর। তারা নোয়াখালীর বাসিন্দা।
সৌরভ(২৩) নোয়াখালী জেলার বেগম গঞ্জ থানার আলীপুর গ্রামের কৃষ্ণ গোপালের ছেলে।
অন্তর ঘোষ(১৭) নোয়াখালী জেলার বসুরহাট উপজেলার ঘোষপাড়া গ্রামের কৃষ্ণ ঘোষের ছেলে। দেবের পরিচয় এখনো শনাক্ত হয়নি।
নিহত অন্তর ঘোষের স্বজনরা জানায়, অন্তর এবার এসএসসি পরিক্ষার্থী। সে পূজা দেখে বাড়ি ফেরার পথে বাইক অ্যাক্সিডেন্টে ঘটনাস্থলে মৃত্য হয়। সেখানে তার সঙ্গে থাকা আরও একজনের মৃত্য হয়। অপরজনকে আহত অবস্থায় হাসপাতালে আনার পর ডাক্তার মৃত ঘোষণা করে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাত ৮টার দিকে নিহত তিনজন একটি মোটরসাইকেল যোগে ফেনী থেকে নোয়াখালীর দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে বেকের বাজার সংলগ্ন আশ্রাফপুর এলাকায় পৌঁছালে সড়কের পাশে থাকা সমিলের গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লাগে।
পরে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পড়ে গেলে দুজনের ওপর দিয়ে একটি গাড়ি চাপা দিয়ে চলে যায়। ঘটনাস্থলে সৌরভ ও দেবুর মৃত্যু হয়েছে। পরে গুরুতর আহত অবস্থায় অন্তর ঘোষ(১৭) কে স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ফেনী জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত ডাক্তার রুহুল মহছেন সুজন জানান একজনেকে গুরুতর আহত অবস্থায় আনা হলে প্রাথমিক চিকিতসায় তাকে জীবিত পাওয়া যায়নি। অপর দুজনের মরদেহ মর্গে আছে। ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল।
এ ব্যাপারে মহিপাল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুনুর রশীদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে দুজনের মরদেহ উদ্ধার করেছে। অপরজনকে হাসপাতালে নিলে ডাক্তার মৃত ঘোষণা করে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
NEWS UP/S21.M
প্রধান সম্পাদকঃ আবুবকর সিদ্দিক সুমন | নির্বাহী সম্পাদকঃ রুবেল হাসনাইন | বার্তা সম্পাদকঃ রুমি বরুয়া।
প্রধান কার্যালয়ঃ গুলশান, ঢাকা-১২১৬, বাংলাদেশ | মোবাইলঃ +1586 665 4225
ই-মেইলঃ admin@sylhet21.com,sylhet21@gmail.com
©2024 sylhet21.com | Developed By successlifeit.com