নিউইয়র্কর বাফেলোতে মহান বিজয়দিবস পালন
- আপডেট সময়ঃ ০৭:৫৬:১৫ পূর্বাহ্ন, শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪
- / ১২ বার পড়া হয়েছে।
নিউইয়র্কের বাফেলো সিটির স্থানীয় একটি রেস্টুরেন্টের হলরুমে ওয়ালমার্ট এমপ্লয়িদের সম্মিলিত প্রয়াসে আনন্দ উল্লাসের মধ্যদিয়ে অনুষ্ঠিত হলো মহান বিজয়দিবসের অনুষ্ঠান। আনন্দঘন আবেগময় সন্ধ্যায় শহিদদে অমর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। তারপর স্মরণ করা হয় সদ্য প্রয়াত প্রেম ও দ্রোহের কবি হেলাল হাফিজকে। কবি হাবিব ফয়েজি উপস্থিত সকলকে নিয়ে নামানুকাব্য আবৃত্তির মাধ্যমে পুরো অনুষ্ঠান উপস্থাপন করেন। অনুষ্ঠানে গান পরিবেশন করেন- শামীম আহমদ, শাহজাহান চৌধুরী, জিনাত রীপা, সায়মা লাবণী, আহমেদ ইফাজ ইয়ার্ফি, মাকসুদুর রহমান, জান্নাতুল তাজনিন মিতু ও ওয়াহিদ তানভির। কবিতা আবৃত্তি করেন- সায়মা লাবণী, জিনাত রীপা, ফরিদা আক্তার সুমি ও হাবিব ফয়েজি। কৌতুক শুনিয়ে সবাইকে অন্যরকম আনন্দ দেন আতিক শাহরিয়ার।
অনুষ্ঠানের পক্ষ থেকে ফুল দিয়ে সম্মাননা প্রদান করা হয় টিমলিড নিয়ামুল ইসলাম ও আহমেদ ইফাজ ইয়ার্ফিকে এবং ফাহমিদা সুলতানাকে প্রমোশন পেয়ে অন্য ওয়ালমার্টে টিমলিড হয়ে যোগদান করায় বিদায় সম্বর্ধনা দেওয়া হয়। সে তার অনুভূতি ব্যক্ত করে এবং সবার কাছে দোয়া প্রার্থনা করে। এছাড়াও অনুভূতি প্রকাশ করেন- এমডি জাফরুল হক, বেগম মুনিরা মিজান, গোলাম মর্তুজা ওয়ারিছ, মুহাম্মদ নূরে আলম, জামাল উদ্দিন, ইয়াসিন আল জাবেদ ইমন, শামসুল আলম, দেলোয়ার হোসেন, মুহাম্মদ আলী, মুকিত প্রধান, সুমাইয়া আক্তার ও নুসরাত জাহান।
রাতের খাবার শেষে অনুষ্ঠিত হয় মেয়েদের বালিশ খেলা। খেলায় প্রথম স্থান অধিকার করেন সাবিহা আক্তার এবং দ্বিতীয় স্থান অধিকার করেন ফরিদা আক্তার সুমি, অনুষ্ঠানের পক্ষ থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানের শেষে আগামী সামারে ওয়ালমার্ট পরিবারের পক্ষ থেকে পিকনিক করার ঘোষণা দেওয়া হয়। এছাড়াও অনুষ্টানের অন্যতম উদ্যোক্তা শাহজাহান চৌধুরী একটা প্রস্তাব উপস্থাপন করেন যে, যারা আজ ওয়ালমার্টে আছেন কিন্তু ভবিষ্যতে হয়তো বিভিন্ন কারণে নাও থাকতে পারেন তাদেরকেও আগামীর বিভিন্ন প্রোগ্রামে আমন্ত্রণ জানানো হবে। সুন্দর এই প্রস্তাবটি সাদরে গৃহীত হয়। এরই প্রেক্ষিতে অনুষ্টানে আমন্ত্রণ জানানো হয়েছিল গোলাম মর্তুজা ওয়ারিছ এবং মুহাম্মদ আলী রবার্টকে। অনুষ্ঠানের পক্ষ থেকে তাদেরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
সবশেষে উপস্থিত সকলেই অনুষ্ঠানের উদ্দ্যোক্তা শাহজাহান চৌধুরী, হাবিব ফয়েজি ও আতিক শাহরিয়ারের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন