হবিগঞ্জ জেলার নবীগঞ্জে উপজেলার ট্রাকের ধাক্কায় প্রিতম সরকার নামে এক বাইক আরোহি নিহত হয়েছে। এ ঘটনায় সৌরভ সরকার নামে এক গ্রাম পুলিশ আহত হয়েছেন আরও একজন।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বিকাল সাড়ে ৩টার দিকে নবীগঞ্জ-আউশকান্দি সড়কের ফুটারমাটি এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
নিহত প্রিতম সরকার উপজেলার ১৩নং পানিউমদা ইউনিয়নের শংকরপুর গ্রামের ভূবন সরকারের ছেলে এবং রাগীব রাবেয়া উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী। আহত সৌরভ সরকার একই এলাকার নিতাই সরকারের ছেলে এবং পানিউমদা ইউনিয়নের গ্রাম পুলিশ।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বিকাল সাড়ে ৩টার দিকে মোটর সাইকেল যোগে নিহত প্রিতম সরকার, সৌরভ সরকার ও ইমন সরকার নবীগঞ্জ শহর থেকে তাদের নিজ বাড়ি শংকরপুরের উদ্দেশ্যে রওয়ানা দেন। নবীগঞ্জ-আউশকান্দি সড়কের ফুটারমাটি এলাকায় পৌছামাত্র বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে প্রিতম সরকার ও সৌরভ সরকার সাইকেল থেকে ছিটকে পড়েন এবং বাইক চালক ইমন সরকার মোটরসাইকেল নিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে চলে যান।
তাৎক্ষনিক স্থানীয় লোকজন প্রিতম সরকার ও সৌরভ সরকারকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রিতম সরকারকে মৃত ঘোষণা করেন এবং সৌরভ সরকারকে আশংকাজনক অবস্থায় সিলেট প্রেরণ করেন।
দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ কামাল হোসেন পিপিএম বলেন, লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করা হয়েছে। ময়রনাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হবে।
প্রধান সম্পাদকঃ আবুবকর সিদ্দিক সুমন।
নির্বাহী সম্পাদকঃ রুবেল হাসনাইন।
বার্তা সম্পাদকঃ রুমি বরুয়া।
প্রধান কার্যালয়ঃ গুলশান, ঢাকা-১২১৬, বাংলাদেশ।
মোবাইলঃ +1586 665 4225 ই-মেইলঃ admin@sylhet21.com,sylhet21@gmail.com
©2024 sylhet21.com | Developed By successlifeit.com