খুন, ধর্ষণ, মব সন্ত্রাস বন্ধ ও প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণার দাবিতে সিলেটে মানববন্ধন ও বিক্ষোভ করেছে বাম গণতান্ত্রিক জোট। আজ মঙ্গলবার নগরীর কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ মানববন্ধন হয়।মানববন্ধনে বক্তারা বলেন, সারা দেশে নারী নির্যাতন, খুন, নির্যাতন বেড়েই চলছে। ‘তৌহিদি জনতা’র নামে উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর নারীবিদ্বেষী নানা কর্মকাণ্ড ক্রমাগত বেড়ে চলেছে। সরকারের দিক থেকে এসব কর্মকাণ্ড থামানোর কোনো উদ্যোগ নেই। বক্তারা আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতিসহ নারী নির্যাতন রোধে ব্যর্থতার দায় স্বীকার করে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেন।তাঁরা বলেন, দ্রব্যমূল্যের ক্রমবর্ধমান ঊর্ধ্বগতির কারণে জনজীবনের দুর্ভোগ চরমে পৌঁছেছে। সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধ করা যায়নি। বাজার নিয়ন্ত্রণ করতে সরকার ব্যর্থ। দেশে ছিনতাই, খুন, ডাকাতি ও রাহাজানি বেড়েই চলেছে।
মব ভায়োলেন্স (সংঘবদ্ধ অপরাধ) চলছে। এসব বিষয়ে সরকার তার দায় অস্বীকার করতে পারে না। কিন্তু প্রধান উপদেষ্টা ও স্বরাষ্ট্র উপদেষ্টার মুখে আমরা শুনছি যে আইনশৃঙ্খলা পরিস্থিতি নাকি স্বাভাবিক আছে।বক্তারা আরও বলেন, সরকারের এসব বিষয়ে স্পষ্ট দায় স্বীকার ও কার্যকর ভূমিকা রাখা উচিত। একই সঙ্গে সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংস্কার করে দ্রুত নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করার আহ্বান জানান।
জেলা বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক আবু জাফরের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক সিরাজ আহমদ, সিপিবির সাধারণ সম্পাদক খায়রুল হাসান, বাসদের (মার্ক্সবাদী) সমন্বয়ক সঞ্জয় কান্ত দাস, সদস্যসচিব প্রণব জ্যোতি পাল, সিপিবির নেতা দেবব্রত পাল, বাসদ নেতা জুবায়ের আহমদ চৌধুরী সুমন, বিপ্লবী কমিউনিস্ট লীগের ডা. হরিধন দাশ, চারণ সাংস্কৃতিক কেন্দ্রের আহ্বায়ক নাজিকুল ইসলাম রানা, চা শ্রমিক ফেডারেশনের অজিত দাশ, ছাত্র ইউনিয়নের মনীষা ওয়াহিদ, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের বুশরা সোহেল, বিপ্লবী ছাত্র মৈত্রীর সারফরাজ সারোয়ার প্রমুখ। সঞ্চালনা করেন বাসদ (মার্ক্সবাদী) জেলা সদস্য পিনাক।
প্রধান সম্পাদকঃ আবুবকর সিদ্দিক সুমন। নির্বাহী সম্পাদকঃ রুবেল হাসনাইন। বার্তা সম্পাদকঃ রুমি বরুয়া।
গুলশান, ঢাকা-১২১৬, বাংলাদেশ। ইমেইলঃ admin@sylhet21.com,sylhet21.com@gmail.com মোবাইলঃ +1586 665 4225
© 2024 Sylhet21 All Rights Reserved. | Developed Success Life IT