০৯:০৭ পূর্বাহ্ন, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪
সংবাদ শিরোনামঃ
দেশে ফিরেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল
নিজস্ব প্রতিবেদক
- আপডেট সময়ঃ ১১:৪৫:৩২ পূর্বাহ্ন, শনিবার, ২৬ অক্টোবর ২০২৪
- / ৯৪ বার পড়া হয়েছে।
পরিবারের সঙ্গে সময় কাটিয়ে অস্ট্রেলিয়া থেকে ঢাকায় ফিরেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশে ফিরেছেন। আজ শুক্রবার রাত ১০টা ২৫ মিনিটের দিকে ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। এর আগে গত ১১ অক্টোবর সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে অস্ট্রেলিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করেন মির্জা ফখরুল।
যাত্রার আগে মির্জা ফখরুল ইসলাম তিনি বলেছিলেন, আমার বড় মেয়ে থাকে অস্ট্রেলিয়ার ক্যানবেরায়। আমার স্ত্রী (রাহাত আরা বেগম) গত দেড় মাস ধরে বড় মেয়ের কাছে আছেন। তাদেরকে একটু সময় দিতে সেখানে যাওয়া। আশা করছি, দ্রুতই দেশে ফিরব।
মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বড় মেয়ে ডা. শামারুহ মির্জা একজন চিকিৎসাবিজ্ঞানী।
২০০৬ সাল থেকে তিনি স্থায়ীভাবে অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরায় বাস করছেন। পাশাপাশি তিনি একজন নারী অধিকার সংগঠক হিসেবেও পরিচিত।
ট্যাগসঃ