দীর্ঘ ১৭-১৮বছর পর অবশেষে দেশে ফিরলেন যুক্তরাজ্য বিএনপির সাবেক সভাপতি শায়েস্তা চৌধুরী কুদ্দুস। বিয়ানীবাজার উপজেলার শেওলা ইউনিয়নের বালিঙ্গা গ্রামের সন্তান যুক্তরাজ্য বিএনপির সাবেক সভাপতি ও যুক্তরাজ্য বিএনপির বর্তমান প্রধান উপদেষ্টা শায়েস্তা চৌধুরী কুদ্দুস দেশে ফিরেন ।
গত শনিবার (১৪ ডিসেম্বর) দুপুরে সিলেট ওসমানী আর্ন্তজাতিক বিমানবন্দরে হাজারো নেতাকর্মী তাকে স্বাগত জানান।
দেশে ফিরে শায়েস্তা চৌধুরী কুদ্দুস বলেন, ‘আমি দীর্ঘ ১৭-১৮ বছর দেশে প্রবেশ করতে পারি নাই। কারণ আমি অবৈধ হাসিনার সাথে আপোষ করি নাই। যদি স্বৈরাচার শেখ হাসিনার সাথে আপোষ করতাম তা হলে অন্য নেতাদের মত বার বার দেশে আসতে পারতাম।
দীর্ঘদিন পর দেশের ফেরার বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে বিএনপি নেতা শায়েস্তা চৌধুরী কুদ্দুস আবেগাপ্লুত হয়ে পড়েন। তিনি বলেন, স্বৈরশাসক শেখ হাসিনার প্রতিহিংসা পরায়নতার শিকার হয়ে আমি ১৭-১৮বছর দেশে ফিরতে পারিনি। ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে হাসিনা পালিয়ে যাওয়ার ফলে এখন স্বাধীন দেশে ফিরতে পেরেছি ।
শায়েস্তা চৌধুরী কুদ্দুস কে স্বাগত জানান খালেদা জিয়ার উপদেষ্টা, ডক্টর এনামুল চৌধুরী,সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল ইসলাম কয়েছ লোদী,বাংলাদেশ জাতীয় জাতীয়তাবাদী দল বিএনপি'র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সিলেট জেলা বিএনপি'র সাবেক সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম, সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট ইমরান চৌধুরী, সিলেট জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক, শামীম আহমদ,সিলেট জেলা বিএনপির সহ সভাপতি নজমুল হোসেন পুতুল, সিলেট জেলা বিএনপির শিশু বিষয়ক সম্পাদক সিদ্দিক আহমদ,জেলা বিএনপির স্থায়ী সরকার বিষয় সম্পাদক, আবু নাসের পিন্টু, বি এন পি মনোনীত সাবেক সংসদ সদস্য পদপ্রার্থী সিলেট ৬ আসন,ফয়সল আহমেদ চৌধুরী,বিয়ানীবাজার উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আহমদ রেজা,বিয়ানীবাজার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন ,বিয়ানীবাজার উপজেলা বিএনপি'র সহ- সভাপতি আব্দুস সবুর, বিয়ানীবাজার পৌর বিএনপির যুগ্ম আহবায়ক হোসেন আহমদ,বিয়ানীবাজার উপজেলা বিএনপি'র দপ্তর সম্পাদক কামাল হোসেন,সিলেট জেলা সাবেক ছাত্রদলনেতা তুহেল আহমদ চৌধুরী সহ জেলা ও উপজেলা বিএনপি,যুবদল ছাত্রদল শ্রমিক দল সবাই উপস্থিত ছিলে ।
প্রধান সম্পাদকঃ আবুবকর সিদ্দিক সুমন।
নির্বাহী সম্পাদকঃ রুবেল হাসনাইন।
বার্তা সম্পাদকঃ রুমি বরুয়া।
প্রধান কার্যালয়ঃ গুলশান, ঢাকা-১২১৬, বাংলাদেশ।
মোবাইলঃ +1586 665 4225 ই-মেইলঃ admin@sylhet21.com,sylhet21@gmail.com
©2024 sylhet21.com | Developed By successlifeit.com