দুর্নীতির মাধ্যমে গড়ে তুলেছেন বিপুল অবৈধ সম্পদ :নুরুল ইসলাম নাহিদ
- আপডেট সময়ঃ ০৮:১২:১১ অপরাহ্ন, বুধবার, ১৩ নভেম্বর ২০২৪
- / ১৬৭ বার পড়া হয়েছে।
সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ দুর্নীতির মাধ্যমে গড়ে তুলেছেন বিপুল অবৈধ সম্পদ। মন্ত্রীর দায়িত্বকালে গড়ে তুলেছিলেন একটি শক্তিশালী সিন্ডিকেট। মন্ত্রীত্বকালে গ্রহণ করেন উন্নয়ন প্রকল্পের কমিশনের বিপুল অর্থ। আর এসব অবৈধ অর্থ যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যে পাচারও করেন। দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর প্রাথমিক তদন্তে তার দুর্নীতির সত্যতা পাওয়া গেছে।
দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম জানিয়েছেন, নুরুল ইসলাম নাহিদের বিরুদ্ধে প্রাথমিক তদন্তে দুর্নীতির সত্যতা পাওয়া গেছে। তিনি যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে অর্থ পাচার করেছেন মর্মেও নিশ্চিত হওয়া গেছে। তিনি নামে-বেনামে বহু সম্পদ গড়ে তুলেছেন। এজন্যে দুদক তার দুর্নীতির তদন্ত শুরু করেছে।
দুদক সূত্র বলছে, নুরুল ইসলাম নাহিদ তার যুক্তরাজ্য প্রবাসী ভাই ডা. নজরুল ইসলামের মাধ্যমে লন্ডনে অর্থ পাচার করেছেন। একইভাবে যুক্তরাষ্ট্র প্রবাসী বন্ধুর মাধ্যমেও আমেরিকায় পাচার করেছেন বিপুল অবৈধ অর্থ। পরপর দু’বার শেখ হাসিনার সরকারের শিক্ষামন্ত্রী ছিলেন নাহিদ। শিক্ষামন্ত্রী থাকাকালে বিভিন্ন প্রকল্পে দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে কমিশন গ্রহণ করে হাতিয়ে নিয়েছেন কোটি কোটি টাকা। আর এই অবৈধ টাকায় নিজের নামে রাজধানী ঢাকার উত্তরায় ফ্ল্যাটসহ পাঁচ কাঠা জমি, নিকুঞ্জ আবাসিক এলাকায় তিন কাঠা জমি, তার একক ও যৌথ মালিকানায় সিলেট বিয়ানীবাজারে অকৃষি জমি, বিভিন্ন ব্যাংকে জমা ও বিনিয়োগ, স্ত্রীর নামে সঞ্চয়পত্রসহ বিভিন্ন ব্যাংকে বিপুল পরিমাণ অর্থ রয়েছে বলে তথ্যানুসন্ধানে জানা গেছে। দুদকের প্রাথমিক তদন্তে এই অভিযোগের সত্যতা পাওয়ায় নুরুল ইসলাম নাহিদের অবৈধ সম্পদের খুুঁজে দুদক মাঠে নেমেছে বলে সূত্র জানিয়েছে। তবে, তিনি কি পরিমাণ অর্থ লন্ডন-আমেরিকায় পাচার করেছেন তার কোনো পরিসংখ্যান সূত্র নিশ্চিত করতে পারেনি।