হবিগঞ্জের আজমিরীগঞ্জে দুই চেয়ারম্যানের দ্বন্দ্বের জেরে সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তির নাম মদরিছ মিয়া তালুকদার (৫০)। মদরিছ উপজেলার পশ্চিমবাগ গ্রামের আব্দুল শুকুর তালুকদারের ছেলে। সংঘর্ষে আরো অন্তত ১০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (৬ মার্চ) বিকালে উপজেলার শিবপাশা ইউনিয়নের পশ্চিমভাগ গ্রামে এই ঘটনা ঘটে।জানা গেছে, দীর্ঘদিন ধরে শিবপাশা ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান নলীউর রহমান তালুকাদর এবং সাবেক চেয়ারম্যান আলী আমজাদ তালুকদারের মধ্যে এলাকার আধিপত্য বিস্তার ও বিভিন্ন বিষয়াদি নিয়ে বিরোধ চলে আসছিলো। এরই জেরে আজ বৃহস্পতিবার বিকাল সাড়ে তিনটার দিকে আলী আমজাদ তালুকদার গ্রুপের তৌফিক মিয়া তালুকদারের সাথে নলীউর রহমান তালুকদার গ্রুপের হারুন মিয়া (বড় মিয়া)র পুকুরের জায়গা নিয়ে বাক বিতন্ডা বাঁধে। বাক বিতন্ডার এক পর্যায়ে উভয় পরিবারের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষের এক পর্যায়ে তৌফিক মিয়ার ভাই মদরিছ মিয়া গুরুতর আহত হন।এসময় স্থানীদের সহযোগীতায় তার স্বজনরা মদরিছ মিয়াকে উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মদরিছ মিয়ার মরদেহ বর্তমানে হবিগঞ্জ আধুনিক হাসপাতালে রয়েছে।
আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম মাঈদুল হাছান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরা বর্তমানে ঘটনাস্থলে যাচ্ছি। এদিকে মদরিছ মিয়ার মৃত্যুর বিষয়টি জানাজানি হবার পর প্রতিপক্ষের বাড়িতে হামলা ও লুটপাট চলছে বলে অভিযোগ পাওয়া গেছে।
প্রধান সম্পাদকঃ আবুবকর সিদ্দিক সুমন। নির্বাহী সম্পাদকঃ রুবেল হাসনাইন। বার্তা সম্পাদকঃ রুমি বরুয়া।
গুলশান, ঢাকা-১২১৬, বাংলাদেশ। ইমেইলঃ admin@sylhet21.com,sylhet21.com@gmail.com মোবাইলঃ +1586 665 4225
© 2024 Sylhet21 All Rights Reserved. | Developed Success Life IT