ঘটনা ২০১৭ সালের। বিনোদন জগতের ঢালিউড অভিনেতা-গায়ক তাহসান খান ও অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা হঠাৎই ভক্তদের চমকে দিয়ে নিজেদের বিচ্ছেদের ঘোষণা দেন। বিয়ের প্রায় ১১ বছর পর তাদের সংসারে ভাঙনের খবর ‘মেঘ না চাইতেই বৃষ্টি’র মতো অবাক করে দিয়েছে সবাইকে। গায়ক তাহসানের সঙ্গে বিচ্ছেদের দুই বছরের মাথায় টালিউড পরিচালক সৃজিত মুখার্জির গলায় মালা দেন অভিনেত্রী। এরপর মেয়ে আইরাকে সঙ্গে নিয়ে কলকাতায় শ্বশুরবাড়িতে থিতু হন মিথিলা।
এদিকে বিবাহবিচ্ছেদের পরও সাত বছর সিঙ্গেল ছিলেন অভিনেতা তাহসান খান। এর মধ্যে নতুন করে তার সম্পর্কের কোনো খবর পাওয়া যায়নি। তবে গতকাল শনিবার (৪ জানুয়ারি) সকাল থেকেই ছড়িয়ে পড়ে এ সংগীতশিল্পীর বিয়ের খবর। বেলা গড়িয়ে রাত নামতেই জানা যায়, সন্ধ্যায় ঢাকায় একটি কমিউনিটি সেন্টারে পারিবারিক আয়োজনে মেকওভার আর্টিস্ট রোজা আহমেদকে বিয়ে করছেন তাহসান। এ সংবাদ গণমাধ্যমে আসতেই ভক্তদের শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত হচ্ছেন অভিনেতা। নবদম্পতির জন্য শুভকামনা জানিয়েছেন তারা।
এদিকে তাহসান দ্বিতীয় বিয়ের খবরে আরও একবার সংবাদের শিরোনামে এলেন। আরও একবার সাবেক স্ত্রী মিথিলার প্রতিক্রিয়া জানার চেষ্টা করলেন নেটিজেনরা। অবশ্য অভিনেত্রী তাহসান-রোজার বিয়ে নিয়ে এখনো কোনো মন্তব্য বা শুভেচ্ছাবার্তা জানাননি মিথিলা।
যদিও গতকাল শনিবার ভোরেই মেয়ে আইরার সঙ্গে একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দিয়েছেন মিথিলা। সেই ছবিও ঝড়ের গতিতে ছড়িয়ে পড়েছে। একপর্যায়ে ফেসবুক থেকে স্টোরিটি ডিলিট করে দেন অভিনেত্রী।
আবার গুঞ্জন শোনা যায়, গায়ক তাহসান জীবনের নতুন অধ্যায়ে পা রাখলেও মিথিলার সংসারে ফের ভাঙনের সুর। বেশ কিছু দিন ধরেই মেয়ে আইরাকে সঙ্গে নিয়ে ঢাকায় থাকছেন অভিনেত্রী। পরিচালক সৃজিতের পাশে দীর্ঘদিন ধরেই দেখা যাচ্ছে না মিথিলাকে। এমনকি আইরাকে ঢাকায় একটি স্কুলে ভর্তিও করিয়েছেন অভিনেত্রী।
বৈবাহিক জীবনে এ তারকা দম্পতির মাঝে দূরত্বের সৃষ্টি হয়েছে, সেটি সৃজিতের জন্মদিনে আরও বেশি স্পষ্ট হয়েছে। গত ২৩ সেপ্টেম্বর নির্মাতার জন্মদিনেও তার পাশে দেখা মেলেনি মিথিলার। সেই সৃজিতের জন্মদিনের সময় থেকেই আলাদা থাকছেন দুজন। স্ত্রীর সঙ্গে দূরত্বের জন্য মেয়ে আইরাকে খুব মিস করছেন সৃজিত বলেও জানা যায়। বর্তমানে দুজন রয়েছেন দুই প্রান্তে। একজন বাংলাদেশে অন্যজন কলকাতায়। তবে কি কারণে তাদের মাঝে এই দূরত্ব, সেটি অবশ্য স্পষ্ট কিছু জানা যায়নি।
এদিকে তাহসানের সঙ্গে বিচ্ছেদের পর সৃজিতকে বিয়ে করায় নেটিজেনদের কম কটাক্ষ শুনতে হয়নি মিথিলাকে। তবু সেসব কানে নেননি অভিনেত্রী। এবার তাহসানের বিয়ের খবরেও নতুন করে আলোচনায় এলেন মিথিলা। সেখানেও উঠে আসছে সৃজিতের সঙ্গে তার বিয়ে, সংসার ও বিচ্ছেদের গুঞ্জন।
প্রধান সম্পাদকঃ আবুবকর সিদ্দিক সুমন | নির্বাহী সম্পাদকঃ রুবেল হাসনাইন | বার্তা সম্পাদকঃ রুমি বরুয়া।
প্রধান কার্যালয়ঃ গুলশান, ঢাকা-১২১৬, বাংলাদেশ | মোবাইলঃ +1586 665 4225
ই-মেইলঃ admin@sylhet21.com,sylhet21@gmail.com
©2024 sylhet21.com | Developed By successlifeit.com