জুলাই গণ-হ-ত্যার বিচার দাবিতে বিয়ানীবাজারে ছাত্রশিবিরের বি-ক্ষো-ভ মিছিল ও পথসভা
- আপডেট সময়ঃ ০৭:৪২:৪৯ অপরাহ্ন, সোমবার, ৩ ফেব্রুয়ারী ২০২৫
- / ১৬ বার পড়া হয়েছে।
ফ্যাসিস্ট সরকারের গুম, খুন, নির্যাতনের ও জুলাইয়ের গণহত্যার বিচারের দাবিতে বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের আয়োজনে বিয়ানীবাজারে বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বাদ জোহর বেলা ২ টায় দক্ষিণ বাজার থেকে শুরু হয়ে আয়োজিত মিছিলটি পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
মিছিল পরবর্তীতে শহীদ সাংবাদিক এটিএম তুরাব চত্বরে মিলিত হয়ে পথসভায় উপজেলা ছাত্রশিবিরের উত্তর শাখার সভাপতি আব্দুল্লাহ আল মামুনের পরিচালনায় বক্তব্য রাখেন ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় ছাত্র আন্দোলন সম্পাদক আরিফ হোসাইন, উপজেলা ছাত্রশিবিরের দক্ষিণ শাখার সভাপতি আমিনুল ইসলাম ও বিয়ানীবাজার সরকারি কলেজ শাখার সভাপতি ফাতেহুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা শিবিরের পশ্চিম শাখার সভাপতি আব্দুল মুমিন সহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
পথসভায় শেখ হাসিনাকে জুলাই-আগস্টের হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড উল্লেখ করে বক্তারা বলেন, সাবেক প্রধানমন্ত্রী ও তার দোসরদের বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগকে বাংলাদেশের এক ইঞ্চি মাটিও ছেড়ে দেওয়া হবে না।
MEWS UP/S21.M