জিয়া সাইবার ফোর্স ” বিয়ানীবাজার পৌরশাখা” এর (আহ্বায়ক) কমিটি গঠন
- আপডেট সময়ঃ ০৪:৪০:০০ অপরাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪
- / ৫৭ বার পড়া হয়েছে।
জিয়া সাইবার ফোর্স “বিয়ানীবাজার পৌর” শাখার ১১ সদস্য বিশিষ্টি আহ্বায়ক কমিটি অনুমোদন করা হয়েছে । জিয়া সাইবার ফোর্স সিলেট জেলা আহ্বায়ক জামাল আহমদ , ও সদস্য সচিব মোস্তাক আহমদ চৌধুরী সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই আহবায়ক কমিটির অনুমোদন দেন। কমিটির বিয়ানীবাজার পৌর শাখার আহবায়ক হিসেবে ছাত্রদল নেতা মাহফুজুল আলম রেজা ও সদস্য সচিব মোহাম্মদ ইয়াসিন রিফাত কে দায়িত্ব প্রদান করা হয়, আহবায়ক কমিটির অনান্য দায়িত্ব প্রাপ্তরা হলেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক তাজুল ইসলাম (কামরুল) (যুবদল),যুগ্ম আহ্বায়ক
কাওছার আহমদ (ছাত্রদল),যুগ্ম আহ্বায়ক মোঃ ছাহিদ হোসেন(ছাত্রদল),যুগ্ম আহ্বায়ক সুমন আহমদ (ছাত্রদল),যুগ্ম আহ্বায়ক জাকারিয়া আহমদ (ছাত্রদল) আহবায়ক কমিটির সদস্যরা হলেন, সাহেদ আহমদ (ছাত্রদল),তালহা রহমান,রাফি আহমদ,আরিফুল হাসান, আগামী ২ মাসের মধ্যে পূর্নাঙ্গ কমিটি আহ্বায়ক ও সদস্য সচিবের সাথে সমন্বয় করে গঠন করার জন্য নিদের্শ প্রদান করেন জেলার দায়িত্বশীলরা