হাতিয়ায় এক প্রবাসীর বাড়ীর জমি দখলের অভিযোগ উঠেছে স্থানীয় এক জামায়াত নেতার বিরুদ্ধে। ভুক্তভোগী ব্যক্তি প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে জেলা প্রশাসকের কাছে এ অভিযোগ করেছেন।
অভিযুক্ত জামশেদ উদ্দিন জাহাজমারা ইউনিয়ন জামায়াতে ইসলামীর রুকন। ঘটনা গত শুক্রবারের। সকালে জামশেদ তার জমির অংশ প্রবাসী এমরান উদ্দিনের বাড়ির অংশে রয়েছে বলে দাবি করেন। কয়েকটি গাছ কাটেন। ট্রাক্টর দিয়ে মাটি ভরাট করে। বাধা দিলে প্রাণনাশের হুমকি দেয়। প্রবাসীর বাবা হাতিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ১৩জনকে আসামী করে মামলা করেন।
এ দিকে ঘটনার দিন এমরান উদ্দিন প্রবাসে থেকে মোবাইল ফোনে আসামিকে বার বার নিষেধ করেন। আসামিরা উল্টো হুমকি দেয়। বাধ্য হয়ে এমরান সৌদি আরবে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের কাছে আবেদন করেন। কনস্যুলেট জেনারেলের শ্রম কাউন্সেলর নোয়াখালী জেলা প্রশাসক বরাবর আবেদনটি পাঠান।
অভিযুক্ত জামায়াত নেতা জামশেদ উদ্দিন বলেন, আব্দুর রহিমের থেকে এই জায়গা আমি ক্রয় করেছি। আমি আমার জায়গা থেকে গাছ কেটেছি এবং আমার জায়গায় মাটি ভরাট করেছি।
জমি বিক্রেতা আব্দুর রহিম বলেন, আমি এই জায়গা প্রবাসী এমরান উদ্দিনের কাছে বিক্রি করেছি। আর জামশেদ উদ্দিনের কাছে যেটা বিক্রি করেছি, সেটা এই সিমানার উত্তর পাশে।
স্থানীয় ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল খায়ের বলেন, বিগত কয়েক বছর ধরে এমরান উদ্দিন তার জায়গা ভোগ করছেন। হঠাৎ করে জামশেদ লোকজন নিয়ে এসে গাছ কেটে মাটি ভরাট করে জায়গা দখলের চেষ্টা করেন।
এ বিষয়ে হাতিয়া থানা জামায়াতের আমির মাস্টার বোরহানুল ইসলাম বলেন, আভিযোগ তদন্ত করার জন্য একজনকে দায়িত্ব দেওয়া হয়েছে। সত্যতা পাওয়া গেলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
প্রধান সম্পাদকঃ আবুবকর সিদ্দিক সুমন। নির্বাহী সম্পাদকঃ রুবেল হাসনাইন। বার্তা সম্পাদকঃ রুমি বরুয়া।
গুলশান, ঢাকা-১২১৬, বাংলাদেশ। ইমেইলঃ admin@sylhet21.com,sylhet21.com@gmail.com মোবাইলঃ +1586 665 4225
© 2024 Sylhet21 All Rights Reserved. | Developed Success Life IT