বিয়ানীবাজার পৌরশহরের গুরুত্বপূর্ণ সড়ক টিএন্ডটি রোডের ৫৭ মিটার অংশে ড্রেনেজ নির্মাণের কাজ শুরু করেছে পৌরসভা। ড্রেনটি নির্মাণ শেষ হলে টিএন্ডটি রোডের ওই অংশের পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নত হবে।
পৌরসভা জানায়, জলবায়ু প্রকল্পের আওতায় নির্মিত ড্রেনেজ ব্যবস্থাপনার অংশ হিসাবে টিএন্ডটি রোডের সমবায় মার্কেট এলাকায় সড়কের পাশ ঘেষে ড্রেন নির্মাণ করা হচ্ছে। পুরো প্রকল্পে ব্যয় হচ্ছে ২ কোটি টাকা। এর পূর্বে পৌরসভা সমবায় মার্কেটে উঠার সিঁড়ি ও বারান্দার কিছু অংশ উচ্ছেদ করেছে।
ড্রেন নির্মাণ হওয়ায় সড়কের প্রশস্থা বৃদ্ধির পাশাপাশি জলাবদ্ধতার দুর্ভোগ লাঘব হবে জানিয়ে ব্যবসায়ীরা বলেন, নির্বিঘ্নে যাতায়াত সুবিধা থাকলে ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটে ।
একটি প্রকল্পের অর্থায়নের মাধ্যমে ড্রেন নির্মাণ কাজ শুরু হয়েছে জানিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক গোলাম মুস্থফা মুন্না বলেন, ড্রেন নির্মাণ সম্পন্ন হলে বর্ষা মৌসুমে জলাবদ্ধতার দুর্ভোগ কমে যাবেে।
বর্ষা আসলে বিয়ানীবাজার পৌরশহরে জলাবদ্ধতা দেখা দেয়। দায়িত্বশীল কর্মকর্তাসহ নগর পরিকল্পনাবিদরা মনে করেন, পরিকল্পিতভাবে ড্রেনেজ নির্মাণ করলে জলাবদ্ধতার দুর্ভোগ নিরসন করা সম্ভব।এই নিউস থেকে শিরোনাম কি হবে
প্রধান সম্পাদকঃ আবুবকর সিদ্দিক সুমন। নির্বাহী সম্পাদকঃ রুবেল হাসনাইন। বার্তা সম্পাদকঃ রুমি বরুয়া।
গুলশান, ঢাকা-১২১৬, বাংলাদেশ। ইমেইলঃ admin@sylhet21.com,sylhet21.com@gmail.com মোবাইলঃ +1586 665 4225
© 2024 Sylhet21 All Rights Reserved. | Developed Success Life IT