শ্রীমঙ্গলের সীমান্তবর্তী সিন্দুরখান ইউনিয়নে মদ, গাঁজা ও ইয়াবা চোরাকারবারির বিরুদ্ধে প্রতিবাদী ভুমিকা পালন করায় স্থানীয় এক সাংবাদকর্মীর দম্পতির বিরুদ্ধে একের পর এক মামলা দিয়ে হয়রানির অভিযোগ উঠেছে। মঙ্গলবার বিকালে শ্রীমঙ্গল প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য তিনি এসব অভিযোগ তুলে ধরেন।
তিনি বলেন, মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখান খান ইউনিয়নের মাজেরগাঁও গ্রামের জনৈক ফ্রান্স প্রবাসী হাফিজুর রহমান এর পৃষ্ঠপোষকতায় তার সহযোগীরা দীর্ঘদিন ধরে ভারতীয় অবৈধ মাদক ব্যবসা পরিচালনা করছেন। এলাকায় এমন অভিযোগ উঠায় স্থানীয় সাংবাদকর্মী শেখ জসিম সংবাদ প্রচার করে। এতে ক্ষুব্ধ হয়ে হাফিজুর রহমান, তার ভাই ইয়াবা ব্যবসায়ী জাফর, রাজন ও তাদের সহযোগিতারা গত ২৭ আগস্ট সাংবাদকমী জসিমের স্ত্রী এলাকার ষাঁড়েরগজ স্কুল থেকে বাড়ি ফেরার পথে পথ রোধ করে হামলা চালিয়ে শ্লীলতাহানির চেষ্টা করে।
নূরজাহান বেগমের স্বামী শেখ জসিম বলেন, এঘটনার পুর্বেও মাদক ব্যবসাীরা হাফিজুর রহমান এর নেতৃত্ব তার উপর হামলা করে। স্থানীয় রা এসে তাকে উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নেয়।
জসিম আরো জানান, স্ত্রীর উপর সন্ত্রাসী হামলায় স্থানীয় চেয়ারম্যান, মেম্বারসহ দুই গ্রামের মুরুব্বিদের কাছে বিচার প্রার্থনা করলে তারা বিচারের জন্য উভয়পক্ষকে ডেকে পাঠান। কিন্তু প্রতিপক্ষরা সেই বিচারে হাজির হয়নি। গ্রাম্য সালিশ বিচার না পেয়ে অপদস্ত ও শ্লীলতাহানির বিরুদ্ধে আমার স্ত্রী বাদী হয়ে হাফিজুর রহমান, তার ভাই জাফর, ও ইয়াবা ব্যবসায়ী রাজনকে আসামী করে গত ১ সেপ্টেম্বর শ্রীমঙ্গল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। যার নং ৪৮৫।
জানা যায়, সাংবাদিক স্ত্রী ১ সেপ্টেম্বর শ্রীমঙ্গল থানা পুলিশের দারস্ত হওয়ার পর দিন ২ সেপ্টেম্বর হাফিজুর রহমান বাদী হয়ে শেখ জসিমের বিরুদ্ধে মিথ্যা চাঁদাবাজির অভিযোগ এনে মৌলভীবাজার আদালতে একটি মামলা দায়ের করেন। যার নং সি আর ৩৭৩/২৪। একই দিনে হাফিজর রহমান এর আরেক সহযোগী কুখ্যাত ইয়াবা ব্যবসায়ী রাজন বাদী হয়ে মৌলভীবাজার নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে শেখ জসিম দম্পতির বিরুদ্ধে পৃথক আরো একটি পিটিশন মামলা দায়ের করে। যার নং ৩২০/পি/২০২৪।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, একজন মফস্বল সংবাদকর্মী হিসেবে সর্বদা নানা অন্যায়, সামাজিক অবক্ষয় ও অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদ ও সংবাদ প্রকাশ করে যাচ্ছি। আমার এলাকায় ফ্রান্স প্রবাসী হাফিজুর রহমানের বাসায় তার ভাইদের মাদক ব্যবসার প্রতিবাদ করার অপরাধে আমার স্ত্রীর শ্লীলতাহানির চেষ্টা, একের পর এক মিথ্যা ও হয়রানীমূলক মামলা দিয়ে আমাকে সামাজিক ভাবে হেয় করার চেষ্টা করা হচ্ছে। ইতিমধ্যে হাফিজুর রহমানের মিথ্যা মামলার অধিকাংশই স্বাক্ষীরা এফিডেভিটে আদালতে আমার পক্ষে স্বাক্ষ্য দিয়েছেন। হয়তো সত্য একদিন ঠিকই প্রকাশ হবে। আমার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ মিথ্যা প্রমানিত হবে- কিন্তু সমাজিক ভাবে আমার হারানো সম্মান, ভাবমূর্তি কখনো কি ফিরে পাবো? এমন প্রশ্নও ভুক্তভোগী শেখ জসিমের।
প্রধান সম্পাদকঃ আবুবকর সিদ্দিক সুমন। নির্বাহী সম্পাদকঃ রুবেল হাসনাইন। বার্তা সম্পাদকঃ রুমি বরুয়া।
গুলশান, ঢাকা-১২১৬, বাংলাদেশ। ইমেইলঃ admin@sylhet21.com,sylhet21.com@gmail.com মোবাইলঃ +1586 665 4225
© 2024 Sylhet21 All Rights Reserved. | Developed Success Life IT