চিনি’ ছিনতাই করতে গিয়ে বিএনপির দুই নেতা বহিস্কার
- আপডেট সময়ঃ ০২:৩০:০৫ অপরাহ্ন, সোমবার, ১৪ অক্টোবর ২০২৪
- / ১০৯ বার পড়া হয়েছে।
দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জাতীয়তাবাদী দল (বিএনপি)-র সিলেট মহানগরের দুইজনকে বহিষ্কার করা হয়েছে। রোববার (১৩ অক্টোবর) দিবাগত রাতে জাতীয়তাবাদী দল (বিএনপি)-র কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মিফতাহ্ সিদ্দিকী এবং সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীর স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানানো হয়।
বহিস্কৃত বিএনপি নেতারা হলেন-সিলেট সিটি করপোরেশনের (সিসিক) ২৬ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ও দক্ষিণ সুরমার ভার্তখলা সোনালী-২২ বাসার মৃত দিলু মিয়ার ছেলে আব্দুল মান্নান (৪৩), সিসিকের ২৫ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ভার্তখলা রুপালি আবাসিক এলাকার ৪৫ নং বাসার মৃত ছানা মিয়ার ছেলে মো. সুলেমান হোসেন সুমন (৪২)।
এদিকে, ওসমানীনগরে ভারতীয় চোরাই চিনির ট্রাক ছিনতাইয়ের চেষ্টাকালে মহানগরের বিএনপির দুই প্রভাবশালী নেতাসহ ৬ জনকে আটক করা হয়েছে।
ওসমানীনগর থানার ওসি (তদন্ত) আরাফাত জাহান চৌধুরি জানান, সাদিপুর সেতুর সামনে থেকে ছয়জনকে আটক করা হয়েছে। এ সময় জব্দ করা হয়েছে ভারতীয় চিনি ভর্তি একটি ট্রাক, দুটি মাইক্রোবাস ও দুটি মোটরসাইকেল। এদের মধ্যে চোরাচালানের সঙ্গে জড়িত চারজন এবং চিনির চালান ছিনতাইয়ের চেষ্টার দায়ে দুইজন আটক করা হয়।