ক্লাব ফুটবলে মেসি ও সুয়ারাজের সাথে আবারো দেখা যেতে পারে নেইমারকে
- আপডেট সময়ঃ ০৩:৫৪:১৫ অপরাহ্ন, বুধবার, ৮ জানুয়ারী ২০২৫
- / ১৮ বার পড়া হয়েছে।
ক্লাব ফুটবলে আবারো দেখা যেতে পারে ফুটবলের অন্যতম তিন ফরোয়ার্ডকে। এক সময় স্প্যানিশ ক্লাব বার্সেলোনার হয়ে খেলেছিল লিওনেল মেসি, নেইমার জুনিয়র ও লুইস সুয়ারেজ। ওই সময়ে এই তিন মহাতারকার একসাথে খেলার দিকে নজর থাকতো ফুটবল ভক্তদের।
মেসি, সুয়ারেজ ও নেইমার বিশ্ব ফুটবলে এক দারুণ ত্রয়ীর নাম। বার্সেলোনায় থেকে ফুটবল ভক্তদের মাতিয়ে তুলেছেন নানা ছন্দে আর আনন্দে। ২০১৩ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত ফুটবল বিশ্বকে মাতিয়ে রাখেন অনন্য মুগ্ধতায়। দেখিয়েছেন পায়ে পায়ে ছন্দের যাদু।
ক্লাব ফুটবলের অন্যতম জনপ্রিয় ত্রয়ী– ‘এমএসএন’। স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনায় লিওনেল মেসি, নেইমার জুনিয়র ও লুইস সুয়ারেজের সেই আক্রমণত্রয়ী যেকোনো ক্লাবের জন্য ছিল আতঙ্কের নাম। নানা ঠিকানা বদলের পর মেসি ও সুয়ারেজ ফের একসঙ্গে খেলছেন ইন্টার মায়ামিতে। তবে নেইমার দুই বন্ধুর সঙ্গে আবারও একত্রে খেলতে পারেন বলে তিনি নতুন করে আভাস দিয়েছেন!
দল পরিবর্তন করে বিশ্বজয়ী মেসি, লুইস সুয়ারেজ খেলছেন ইন্টার মায়ামিতে। এই দুই তারকা এক হলেও একা আরবের দেশে একা পড়ে আছে ব্রাজিলিয়ান তারকা নেইমার। আবারো হতে পারে ফুটবল বিশ্বে অনন্য তিন তারকার মিলন মেলা।
এমন প্রশ্নের জবাবে নেইমার বলেন, ‘বিশ্বজয়ী লিও মেসির সাথে খেলতে পারা অবিশ্বাস্য মনে হয়। একইসাথে লুইস সুয়ারেজের সাথে খেলতে পারা আমার জন্য আনন্দের। তারা আমার ভালো বন্ধু। আমরা এখনো যোগাযোগ করি। আমরা একসাথে খেলতে পারলে আবারো দারুণ কিছু হবে। ফুটবল বিশ্ব খেলাটা বেশ উপভোগ করবে। তবে কখন যাবো তা এখনই বলা যাচ্ছে না। ফুটবল মানেই বিষ্ময়ে ভরা চমক!
পিএসজি ছেড়ে কেন সৌদি ক্লাবকে বেছে নিলেন, সেই ব্যাখ্যাও দিয়েছেন এই ব্রাজিলিয়ান, ‘যখন আমার পিএসজি ছাড়ার খবর প্রকাশিত হয়, সেই সময় যুক্তরাষ্ট্রের ট্রান্সফার (দলবদল) উইন্ডো বন্ধ হয়ে যায়। তাই আমার হাতে কোনো বিকল্প সুযোগ ছিল না। পরে আমাকে তারা (সৌদি আরবের ক্লাব আল-হিলাল) যে প্রস্তাবনা দেয়, সেটি খুব ভালো ছিল। শুধুমাত্র আমার জন্য নয়, আমার পরিবারের জন্যও। তাই সৌদি আরবে যাওয়া ছিল সবচেয়ে ভালো বিকল্প ।
মেসি ও সুয়ারেজের চেয়ে পাঁচ বছরের ছোট হলেও বার্সায় নেইমারের সাথে গড়ে ওঠে দারুণ এক সখ্যতা। তিনজনের একসাথে খেলাটা বাড়িয়েছিল আন্তরিকতা। সামনে আবারো সেই সুযোগ হয়তো অপেক্ষা করছে।
প্রসঙ্গত, বয়সে ছোট হলেও, নেইমারের ক্যারিয়ার ইনজুরিতে জরাজীর্ণ। এক বছরেরও বেশি সময় ইনজুরিতে কাটানোর পর গত অক্টোবরের শেষদিকে মাঠে ফিরেছিলেন আল-হিলালের এই ব্রাজিলিয়ান তারকা। সম্প্রতি আল-হিলালের হয়ে প্রীতি ম্যাচে মাঠে গোল পেয়েছেন নেইমার। তবে ভক্তদের সামনে এখন দেখার অপেক্ষা।