০১:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫

কালিয়াকৈরে শ্রমিক বিক্ষোভ, টিয়ারশেলে ছত্রভঙ্গ

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
  • আপডেট সময়ঃ ০৮:১৮:৪৪ অপরাহ্ন, বুধবার, ১২ মার্চ ২০২৫
  • / ৭ বার পড়া হয়েছে।

কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকার গ্লোবাস কারখানায় শ্রমিক নির্যাতনের প্রতিবাদে ও বন্ধ কারাখানা খুলে দেওয়াসহ বেশ কয়েকটি দাবিতে দ্বিতীয় দিনের মতো বুধবার সকালে বিক্ষোভ করেছেন শ্রমিকরা। এ সময়ে শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করলে পুলিশ কয়েক রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে ছত্রভঙ্গ করে দেয়।

শ্রমিক ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার মৌচাক এলাকায় অবস্থিত গ্লোবাস ফ্যাশন লিমিটেড কারখানার এক নারী শ্রমিককে নির্যাতনের প্রতিবাদ করা হয়। এ সময় তারা বেশকিছু দাবি করেন। সে সময় কর্তৃপক্ষ মেনে নিলেও পরদিন থেকে কারখানা বন্ধ ঘোষণা করা হয়। এরপরেই শ্রমিকরা মঙ্গলবার মহাসড়ক অবরোধ করেন। তবে ওই প্রতিষ্ঠান ওইদিনই একটি নোটিশ টাঙিয়ে দেয়। সেখানে বলা হয়েছে- শ্রম আইনের ১৬ ধারা অনুযায়ী আজকে ১২ মার্চ থেকে গ্লোবাস কারখানা ‘লে অফ’ ঘোষণা করেছে কারখানা কর্তৃপক্ষ। ওই ঘোষণার পরে গতকালের মতো আজও শ্রমিকরা মহাসড়ক অবরোধ করেন।

বুধবার সকালে সাড়ে ৮টার দিকে শ্রমিকরা মহাসড়কে অবস্থান নেন। এ সময় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল বিঘ্নিত হলে ভোগান্তিতে পড়েন ওই মহাসড়কটি ব্যবহারকারী গণপরিবহণের যাত্রী ও পথচারীরা। পরে পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দিলে তারা মৌচাক ফুলবাড়িয়া আঞ্চলিক সড়কের অবস্থান নিয়ে বেশ কয়েকটি কারখানায় ভাঙচুর চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে যৌথ বাহিনীর সদস্যরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক এবং আঞ্চলিক সড়কগুলোতে শক্ত অবস্থানে রয়েছে।

কালিয়াকৈর থানার ওসি রিয়াদ মাহমুদ জানান, শ্রমিকরা আজও সড়ক অবরোধ করে আন্দোলন করছিলেন। প্রথমে শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে নেওয়া চেষ্টা করা হয়।পরে সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করা হয়। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

নিউজটি শেয়ার করুন
ট্যাগসঃ

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপলোডকারীর তথ্য

কালিয়াকৈরে শ্রমিক বিক্ষোভ, টিয়ারশেলে ছত্রভঙ্গ

আপডেট সময়ঃ ০৮:১৮:৪৪ অপরাহ্ন, বুধবার, ১২ মার্চ ২০২৫

কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকার গ্লোবাস কারখানায় শ্রমিক নির্যাতনের প্রতিবাদে ও বন্ধ কারাখানা খুলে দেওয়াসহ বেশ কয়েকটি দাবিতে দ্বিতীয় দিনের মতো বুধবার সকালে বিক্ষোভ করেছেন শ্রমিকরা। এ সময়ে শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করলে পুলিশ কয়েক রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে ছত্রভঙ্গ করে দেয়।

শ্রমিক ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার মৌচাক এলাকায় অবস্থিত গ্লোবাস ফ্যাশন লিমিটেড কারখানার এক নারী শ্রমিককে নির্যাতনের প্রতিবাদ করা হয়। এ সময় তারা বেশকিছু দাবি করেন। সে সময় কর্তৃপক্ষ মেনে নিলেও পরদিন থেকে কারখানা বন্ধ ঘোষণা করা হয়। এরপরেই শ্রমিকরা মঙ্গলবার মহাসড়ক অবরোধ করেন। তবে ওই প্রতিষ্ঠান ওইদিনই একটি নোটিশ টাঙিয়ে দেয়। সেখানে বলা হয়েছে- শ্রম আইনের ১৬ ধারা অনুযায়ী আজকে ১২ মার্চ থেকে গ্লোবাস কারখানা ‘লে অফ’ ঘোষণা করেছে কারখানা কর্তৃপক্ষ। ওই ঘোষণার পরে গতকালের মতো আজও শ্রমিকরা মহাসড়ক অবরোধ করেন।

বুধবার সকালে সাড়ে ৮টার দিকে শ্রমিকরা মহাসড়কে অবস্থান নেন। এ সময় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল বিঘ্নিত হলে ভোগান্তিতে পড়েন ওই মহাসড়কটি ব্যবহারকারী গণপরিবহণের যাত্রী ও পথচারীরা। পরে পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দিলে তারা মৌচাক ফুলবাড়িয়া আঞ্চলিক সড়কের অবস্থান নিয়ে বেশ কয়েকটি কারখানায় ভাঙচুর চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে যৌথ বাহিনীর সদস্যরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক এবং আঞ্চলিক সড়কগুলোতে শক্ত অবস্থানে রয়েছে।

কালিয়াকৈর থানার ওসি রিয়াদ মাহমুদ জানান, শ্রমিকরা আজও সড়ক অবরোধ করে আন্দোলন করছিলেন। প্রথমে শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে নেওয়া চেষ্টা করা হয়।পরে সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করা হয়। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

নিউজটি শেয়ার করুন