বিয়ানীবাজার অফিস পোষ্ট অফিস রোড, ওয়ান সাইন এর উপরে (২য় তলা) ওয়ান সাইন এর উপরে অবস্থিত এস এম এডুকেশন গ্রুপের বিয়ানীবাজার’র শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। ৫ ডিসেম্বর বৃহ:বার বিকেলে এস এম এডুকেশন গ্রুপ বিয়ানীবাজার অফিস শুভ উদ্বোধন করেন বিয়ানীবাজার পৌর বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক আবু নাসের পিন্টু, হেক্সা এডুকেশন বিয়ানীবাজার এর পরিচালক সাইবুল আলম, বিয়ানীবাজার প্রেসক্লাবের সেক্রেটারি মিলাদ মো: জয়নূল ইসলাম , এস এম এডুকেশন গ্রুপ বিয়ানীবাজার এর (সিও) রায়হান আলম সাজু , প্রমুখ।
এস এম এডুকেশন গ্রপ উদে¦াধন উপলক্ষ্যে সব দেশের ফাইল প্রসেসিং চার্জ ডিসেম্বর উপলক্ষ্যে ৫০% অফার চলবে। এস এম এডুকেশন গ্রুপ দিচ্ছে ।STUDY IN USA ,UK, FRANCE ,GERMAN,CANADA ,DENMARK,HUNGERY ,MALESIYA,MALTA,AUSTRALIA এছাড়া LOW IELTS দিয়ে ও বিভিন্ন দেশের স্টুডেন্ট ভিসা প্রসেস। এছাড়া ও কানাডায় মাত্র ৩.০০০ হাজার ডলার ডিপোজিট দিয়ে স্টুডেন্ট ভিসায় যাওয়া যাবে। • HSC পরবর্তী IELTS দিয়ে শুধুমাত্র ডেনমাকে SPOUSE সহ ১০০% যাওয়ার নিশ্চয়তা। IELTS ছাড়াই, ইউরোপের দেশ মাল্টায় যাওয়ার সূবর্ণ সুযোগ। বিস্তারিত জানতে বিয়ানীবাজার অফিস: পোষ্ট অফিস রোড, ওয়ান সাইন এর উপরে (২য় তলা)।
কুলাউড়া অফিস: উপজেলা রোড, (২য় তলা)। সিলেট অফিস: আল-হামরা শপিং সিটি (৮ম তলা), জিন্দাবাজার, সিলেট। সিলেট ২য় অফিস: সিদ্দিক ম্যানশন, সোবহানীগাট, সিলেট।
প্রধান সম্পাদকঃ আবুবকর সিদ্দিক সুমন।
নির্বাহী সম্পাদকঃ রুবেল হাসনাইন।
বার্তা সম্পাদকঃ রুমি বরুয়া।
প্রধান কার্যালয়ঃ গুলশান, ঢাকা-১২১৬, বাংলাদেশ।
মোবাইলঃ +1586 665 4225 ই-মেইলঃ admin@sylhet21.com,sylhet21@gmail.com
©2024 sylhet21.com | Developed By successlifeit.com