বরিশালে সাবেক মন্ত্রী আমির হোসেন আমুর বাড়ি বুলডোজার দিয়ে ভেঙে দিয়েছেন শিক্ষার্থীরা। তার আগে সাবেক চিফ হুইপ আবুল হাসানাত আব্দুল্লাহর গুড়িয়ে দেওয়া হয়।
বুধবার রাত পৌনে ১২টার দিকে নগরের কালী বাড়ি রোডে থাকা হাসানাতের বাড়ি বুলডোজার দিয়ে গুড়িয়ে দেন শিক্ষার্থীরা। সেনা সদস্যদের বাধা উপেক্ষা করে গেট ভেঙে ভেতরে ঢুকে বাড়িটি ভেঙে দেন তারা। এর আগে বাড়িটিতে হামলা হতে পারে আশঙ্কায় সেটি ঘিরে রাখে সেনা সদস্যরা।
বুধবার সন্ধ্যায় রাজধানী ঢাকায় ধানমন্ডির ৩২ নম্বরে শেখ মুজিবের বাসভবনে ভাঙচুর শুরু হওয়ার পর রাত ১১টা নাগাদ সেখানে গিয়ে অবস্থান নেয় সেনা সদস্যদের একটি দল। রাত পৌনে ১২টার নাগাদ কয়েকশ শিক্ষার্থী সেখানে গিয়ে সেনা ব্যারিকেড ভেঙে বাড়ির গেট ভেঙে ভেতরে ঢুকে ভাঙচুর শুরু করেন। পরে বুলডোজার এনে বাড়িটি গুড়িয়ে দেওয়া হয়।
এরপর বুলডোজার নিয়ে নগরের বগুড়া রোডে থাকা আমির হোসেন আমুর বাড়িতে গিয়ে ভাঙচুর করেন শিক্ষার্থীরা। সেখানেও পুরো বাড়ির কাঠামো বুলডোজার দিয়ে ভেঙে দেন বিক্ষুব্ধরা।
এর আগে গত ৫ আগস্ট এই দুটি বাড়ি প্রথম দফায় হামলা করে ভাঙচুরের পর আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছিলেন বিক্ষুব্ধ ছাত্র-জনতা।
প্রধান সম্পাদকঃ আবুবকর সিদ্দিক সুমন | নির্বাহী সম্পাদকঃ রুবেল হাসনাইন | বার্তা সম্পাদকঃ রুমি বরুয়া।
প্রধান কার্যালয়ঃ গুলশান, ঢাকা-১২১৬, বাংলাদেশ | মোবাইলঃ +1586 665 4225
ই-মেইলঃ admin@sylhet21.com,sylhet21@gmail.com
©2024 sylhet21.com | Developed By successlifeit.com