জুলাই গণ-অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্রনেতাদের নিয়ে গঠিত নতুন দল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের সঙ্গে বিএনপি নেতাদের মতের অমিল স্পষ্ট হচ্ছে। বিশেষ করে জাতীয় পরিষদ ও জাতীয় নির্বাচনের টাইমলাইন নিয়ে দুপক্ষ দুই অবস্থানে। এ নিয়ে এনসিপিকে নিয়ে বিএনপি কিছুটা অস্বস্তিতে রয়েছে—এমনটিই মনে করা হচ্ছে।
এ বিষয়ে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ-সম্পাদক ও সাবেক এমপি ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, এনসিপি হচ্ছে সেই দল, যেই দলটি গঠিত হওয়ার ব্যাপার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস খোলামেলাভাবে আবারো বিদেশি একটি গণমাধ্যমকে বলেছেন, আমি তাদের বলেছি রাজনৈতিক দল করতে। কারণ তারা যদি এটি না করে তাহলে গণ-অভ্যুত্থানের যে স্পিরিট সেটা ছিনতাই হয়ে যাবে বা হাইজ্যাক হয়ে যাবে। অন্য দলগুলো এটিকে নষ্ট করে ফেলবে। সুতরাং তার সব আস্থা এবং বিশ্বাস এই নতুন দলটির প্রতি। তাহলে এটিকে আমি রাজার দল তথা কিংস পার্টি না বলিই বা কি করে।
সোমবার রাতে যমুনা টেলিভিশনের টক শো’তে এসব কথা বলেন বিএনপির এই নেত্রী।
রুমিন ফারহানা আরও বলেছেন, এই দলটিকে আমরা রাজার দল কেন বলছি এর পেছনে কারণ তো আছে। এই রাজার দলের প্রধান যিনি সেই ব্যক্তি যখন বিদায় নিয়ে উপদেষ্টা পরিষদ থেকে বের হলেন, তখন আমরা দেখলাম রাজার ঘনিষ্ঠতম একজন প্রেস সচিব বললেন, নাহিদ ভবিষ্যতে প্রধানমন্ত্রী হতে পারেন। খুব গাঢ় এক ধরনের সহানুভূতি আমরা লক্ষ্য করছি। আচ্ছা, ঠিক এই ধরনের দৃষ্টিভঙ্গি বা কথাগুলো যদি বিএনপিকে ঘিরে প্রধান উপদেষ্টা বলতেন কিংবা তার প্রেস উইংয়ের প্রধান বলতেন বা তার উপদেষ্টা পরিষদের কেউ বলতেন তাহলে অন্য দলগুলো কি বিএনপির ব্যাপারে অস্বস্তি বোধ করতো না!
‘তারা কী মনে করতো না যে, এই সরকারের অধীনে আমরাও নির্বাচন করবো, বিএনপিও নির্বাচন করবো।কিন্তু সরকার তো বিএনপির বিষয়ে এক ধরনের সিদ্ধান্ত নিয়েই নিয়েছে। এসব বিষয়ে নিয়ে অন্য দলগুলোর তো বিএনপিকে নিয়ে একটা অস্বস্তি তৈরি হতোই। এই ধরনের অস্বস্তি যদি সবচেয়ে বড় দল বিএনপিতে আসে তাহলে আপনি বিএনপিকে দোষ দিতে পারেন’।
জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ব্যারিস্টার রুমিন বলেছেন, নির্বাচন কবে হবে এটি একটি মিলিয়ন ডলারের প্রশ্ন। কিন্তু কেন? প্রাথমিকভাবে আমরা দেখলাম ড. মুহাম্মদ ইউনূস বললেন যে, নির্বাচনটি একটি নির্বাচিত সরকারের মেয়াদ যা হয় তার চেয়ে কম হতে হবে। কারণ এটি কোনো নির্বাচিত সরকার নয়, এটি একটি অন্তর্বর্তীকালীন সরকার। কিন্তু ঠিক কত কম, কতদিন কম তিনি কিছুই পরিষ্কার করলেন না।
বিএনপির এই সাবেক সংসদ সদস্য বলেন, ইতোমধ্যে আমরা দেখলাম, উপদেষ্টার নানান কথা বলছেন, কেউ বলছেন নির্বাচন এই বছরের মধ্যেই হবে। আবার কেউ বলছেন, সামনের বছরের শুরুর দিকে হবে।
সম্প্রতি ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ানে ড. মুহাম্মদ ইউনূসের দেওয়া সাক্ষাৎকার নিয়ে রুমিন বলেন, গার্ডিয়ানের সাক্ষাৎকার দেখলাম প্রধান উপদেষ্টা বলেছেন, নির্বাচন আগামী বছরের মার্চে হবে। এই যে নির্বাচন একটু একটু করে পেছানো কিংবা একেক সময় একেক কথা বলা- এটা কী জনমনে এক ধরনের অস্বস্তির জন্ম দেয় না, রাজনৈতিক দলগুলোকে এক ধরনের অস্বস্তিতে ফেলে না। অন্যদিকে আমরা যারা নির্বাচন করতে চাই আমাদেরও তো এক ধরনের প্রস্তুতির ব্যাপার আছে।
প্রধান সম্পাদকঃ আবুবকর সিদ্দিক সুমন। নির্বাহী সম্পাদকঃ রুবেল হাসনাইন। বার্তা সম্পাদকঃ রুমি বরুয়া।
গুলশান, ঢাকা-১২১৬, বাংলাদেশ। ইমেইলঃ admin@sylhet21.com,sylhet21.com@gmail.com মোবাইলঃ +1586 665 4225
© 2024 Sylhet21 All Rights Reserved. | Developed Success Life IT