প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ঋণ হলো মানবাধিকার। কারন এটি মানুষের জীবন জীবিকার সাথে সম্পর্কীত।
মঙ্গলবার (১২ নভেম্বর) আজারবাইজানে বাকুতে জলবায়ু সম্মেলনের সাইড লাইনে প্রান্তিক পর্যায়ে কৃষকদের আর্থিক সহায়তা সংক্রান্ত এক আলোচনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এ কথা বলেন।
তিনি বলেন,একজন কৃষকও উদ্যোক্তা হতে পারেন যদি তিনি ঋণ সুবিধা পান।
অতিরিক্ত পররাষ্ট্র সচিব রিয়াজ হামিদুল্লাহ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। বাংলাদেশ এবং নেদারল্যান্ডস যৌথভাবে এই সেমিনারের আয়োজন করে।
এদিকে, আরেক সেমিনারে সবুজ শিল্প বিকাশের জন্য পর্যাপ্ত আর্থিক ও প্রযুক্তিগত সহায়তা প্রয়োজন, বলেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
তিনি বলেন, বাংলাদেশ সক্ষমতা বৃদ্ধি, প্রযুক্তি হস্তান্তর ও রেয়াতি ডিকার্বনাইজেশন ফাইন্যান্সের ক্ষেত্রে আন্তর্জাতিক সহযোগিতা কাজে লাগিয়ে ক্লাইমেট ক্লাবের সঙ্গে কাজ করতে ইচ্ছুক।
প্রধান সম্পাদকঃ আবুবকর সিদ্দিক সুমন।
নির্বাহী সম্পাদকঃ রুবেল হাসনাইন।
বার্তা সম্পাদকঃ রুমি বরুয়া।
প্রধান কার্যালয়ঃ গুলশান, ঢাকা-১২১৬, বাংলাদেশ।
মোবাইলঃ +1586 665 4225 ই-মেইলঃ admin@sylhet21.com,sylhet21@gmail.com
©2024 sylhet21.com | Developed By successlifeit.com