০৭:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪

‘আমার দেশ’র সিলেট ব্যুরো প্রধান খালেদ আহমদ

স্টাফ রিপোর্টার:
  • আপডেট সময়ঃ ০১:৫৩:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০২৪
  • / ৫৫ বার পড়া হয়েছে।

পাঠকপ্রিয় জাতীয় দৈনিক ‘আমার দেশ’-এর সিলেট ব্যুরো প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন সিনিয়র সাংবাদিক খালেদ আহমদ। দৈনিকটির সম্পাদক ও প্রকাশক মাহমুদুর রহমান স্বাক্ষরিত নিয়োগপত্রে জানানো হয়, ২০২৪ সালের ১ ডিসেম্বর থেকে তিনি এই পদে দায়িত্ব গ্রহণ করবেন।

খালেদ আহমদ সাংবাদিকতা পেশায় রয়েছেন প্রায় ৩০ বছর ধরে। ১৯৯৪ সালে তিনি সাংবাদিকতা শুরু করেন এবং বিভিন্ন জাতীয় ও স্থানীয় দৈনিক, অনলাইন মিডিয়ায় গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।

২০০৪ সালে দৈনিক ‘আমার দেশ’ প্রথম প্রকাশিত হলে তিনি সিলেট ব্যুরো চিফ হিসেবে দায়িত্ব পালন শুরু করেন।

কর্মজীবন: দীর্ঘ সাংবাদিকতা জীবনে তিনি সিলেটের ঐতিহ্যবাহী ‘দৈনিক সিলেটের ডাক’-এর সিনিয়র রিপোর্টার, ‘দৈনিক জালালাবাদ’-এর স্টাফ রিপোর্টার এবং ‘সিলেট সংলাপ’-এর বার্তা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

প্রেসক্লাব ও সামাজিক সংযোগ: সাংবাদিক খালেদ আহমদ সিলেট প্রেসক্লাবের একজন সম্মানিত সদস্য এবং টানা ২৭ বছর ধরে এই প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত রয়েছেন। বর্তমানে তিনি সিলেট প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি পদে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি, তিনি বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের সঙ্গেও সক্রিয়ভাবে জড়িত।

পারিবারিক পরিচিতি: খালেদ আহমদের গ্রামের বাড়ি সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলার উজানীগাঁও গ্রামে। তিনি মরহুম আব্দুন নূরের কনিষ্ঠ পুত্র। মরহুম আব্দুন নূর ছিলেন জয়কলস উজানীগাঁও রশিদিয়া উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক এবং জয়কলস ইউনিয়ন পরিষদের প্রথম চেয়ারম্যান।

নিউজটি শেয়ার করুন
ট্যাগসঃ

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপলোডকারীর তথ্য

‘আমার দেশ’র সিলেট ব্যুরো প্রধান খালেদ আহমদ

আপডেট সময়ঃ ০১:৫৩:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০২৪

পাঠকপ্রিয় জাতীয় দৈনিক ‘আমার দেশ’-এর সিলেট ব্যুরো প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন সিনিয়র সাংবাদিক খালেদ আহমদ। দৈনিকটির সম্পাদক ও প্রকাশক মাহমুদুর রহমান স্বাক্ষরিত নিয়োগপত্রে জানানো হয়, ২০২৪ সালের ১ ডিসেম্বর থেকে তিনি এই পদে দায়িত্ব গ্রহণ করবেন।

খালেদ আহমদ সাংবাদিকতা পেশায় রয়েছেন প্রায় ৩০ বছর ধরে। ১৯৯৪ সালে তিনি সাংবাদিকতা শুরু করেন এবং বিভিন্ন জাতীয় ও স্থানীয় দৈনিক, অনলাইন মিডিয়ায় গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।

২০০৪ সালে দৈনিক ‘আমার দেশ’ প্রথম প্রকাশিত হলে তিনি সিলেট ব্যুরো চিফ হিসেবে দায়িত্ব পালন শুরু করেন।

কর্মজীবন: দীর্ঘ সাংবাদিকতা জীবনে তিনি সিলেটের ঐতিহ্যবাহী ‘দৈনিক সিলেটের ডাক’-এর সিনিয়র রিপোর্টার, ‘দৈনিক জালালাবাদ’-এর স্টাফ রিপোর্টার এবং ‘সিলেট সংলাপ’-এর বার্তা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

প্রেসক্লাব ও সামাজিক সংযোগ: সাংবাদিক খালেদ আহমদ সিলেট প্রেসক্লাবের একজন সম্মানিত সদস্য এবং টানা ২৭ বছর ধরে এই প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত রয়েছেন। বর্তমানে তিনি সিলেট প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি পদে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি, তিনি বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের সঙ্গেও সক্রিয়ভাবে জড়িত।

পারিবারিক পরিচিতি: খালেদ আহমদের গ্রামের বাড়ি সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলার উজানীগাঁও গ্রামে। তিনি মরহুম আব্দুন নূরের কনিষ্ঠ পুত্র। মরহুম আব্দুন নূর ছিলেন জয়কলস উজানীগাঁও রশিদিয়া উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক এবং জয়কলস ইউনিয়ন পরিষদের প্রথম চেয়ারম্যান।

নিউজটি শেয়ার করুন