আপনাদের পাঠানো অর্থ দিয়েই তো দেশ চলে, আপনাদেরকে তো মাথায় উপরে রাখা উচিত। আপনারা কষ্ট করে টাকাটা রোজগার করে আনেন দুর্ভাগ্য হলো দেশের এই টাকা আরেকজন পাচার করে নিয়ে যায়। আপনাদের যে প্রাপ্য ও সম্মান তা দেওয়ার জন্যই আমাদের আজকের এই প্রথম পদক্ষেপ। বিমানবন্দরে আপনারা যাতে কোন ধরনের সমস্যায় না পড়েন তাই এই ব্যবস্থা। অর্থাৎ আপনি এখানে মেহমানের মতো থাকবেন। আপনাদের প্রাপ্য বুঝিয়ে দেওয়ার জন্যই বিশেষ এই লাউঞ্জ উদ্বোধন।
আজ সোমবার (১১ নভেম্বর) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভিবাসী শ্রমিকদের জন্য একটি বিশেষ লাউঞ্জ উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
প্রধান উপদেষ্টা আরও বলেন, ‘আমাদের প্রবাসী শ্রমিকরা দেশ গড়ার কারিগর। জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে তারা বড় ভূমিকা পালন করেছিল। আমরা তাদের কাছে সবসময় কৃতজ্ঞ। আমরা বিশ্বাস করি, এই লাউঞ্জ তাদের ভ্রমণকে সহজ করবে। অনুষ্ঠানে আইন ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা আসিফ নজরুল বলেন, ‘এটা আপনাদের জন্য খুবই সামান্য উপহার। আপনাদের রেমিট্যান্স উপর বাংলাদেশে দাঁড়িয়ে আছে। আপনাদের প্রতি আমরা সবাই কৃতজ্ঞ। এই কৃতজ্ঞতা প্রকাশের ভাষা আমাদের কারর নেই। আপনাদের সমস্ত রকম দুর্ভোগ কমানোর ব্যবস্থা আমরা গ্রহণ করছি, তবে একটু সময় লাগছে। এই প্রবাসী লাউঞ্জ করার ক্ষেত্রে আইওএম প্রচুর সহযোগিতা করেছে। জন্মভূমির জন্য আত্মত্যাগ করা বাংলাদেশি অভিবাসী শ্রমিক এবং কোটি প্রবাসীর প্রতি গভীর শ্রদ্ধা জানান তিনি।
[caption id="attachment_399" align="aligncenter" width="350"] আপনাদের রেমিট্যান্স উপর বাংলাদেশে দাঁড়িয়ে আছে। আপনাদের প্রতি আমরা সবাই কৃতজ্ঞ।[/caption]
অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত আইওএম মিশনের ডেপুটি চিফ ফাতিমা নুসরাত গাজালি জানান, জাতিসংঘ বাংলাদেশি অভিবাসী শ্রমিকদের সহায়তা করতে লাউঞ্জটিকে সহযোগিতা করেছে। এটি মাননীয় প্রধান উপদেষ্টার একটি উদ্যোগ। আমরা এই উদ্যোগকে সমর্থন করতে পেরে আনন্দিত। এছাড়া বিমানবন্দরে অভিবাসীদের সাহায্য করার জন্য আইওএম প্রায় ১০০ স্বেচ্ছাসেবককে স্পনসর করছে বলে জানান তিনি।
প্রধান সম্পাদকঃ আবুবকর সিদ্দিক সুমন।
নির্বাহী সম্পাদকঃ রুবেল হাসনাইন।
বার্তা সম্পাদকঃ রুমি বরুয়া।
প্রধান কার্যালয়ঃ গুলশান, ঢাকা-১২১৬, বাংলাদেশ।
মোবাইলঃ +1586 665 4225 ই-মেইলঃ admin@sylhet21.com,sylhet21@gmail.com
©2024 sylhet21.com | Developed By successlifeit.com