০৬:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪

আজ বড়দিন : সিলেটে আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা বলয়

স্টাফ রিপোর্টার:
  • আপডেট সময়ঃ ০৫:৪৬:৫৪ অপরাহ্ন, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪
  • / ২১ বার পড়া হয়েছে।

খ্রিষ্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ‘শুভ বড়দিন’ আজ, বুধবার (২৫ ডিসেম্বর)। সিলেটে বড়দিন নির্বিঘ্নে উদযাপন করতে পুলিশ বাড়তি নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেছে। গড়ে তোলা হয়েছে নিরাপত্তা বলয়।

খোঁজ নিয়ে জানা গেছে, বড়দিন উপলক্ষে রঙিন কাগজ, ফুল আর আলোকসজ্জা দিয়ে সাজানো হয়েছে নয়াসড়ক প্রেসবিটরিয়ান গির্জা। গির্জার সামনে বসানো হচ্ছে ক্রিসমাস ট্রি। সকালে গির্জায় অনুষ্ঠিত হবে বড়দিনের বিশেষ প্রার্থনা। বিভিন্ন ধর্মের মানুষের উপস্থিতি হবে নয়াসড়ক গির্জা। তাই গির্জাকে ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

এসএমপি সূত্র জানায়, বড়দিন উদযাপন উপলক্ষে গৃহীত নিরাপত্তামূলক ব্যবস্থার মধ্যে চার্চে ইউনিফর্মে ও সাদা পোশাকে পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্য নিয়োজিত থাকবে। চার্চ এলাকায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ব্যবস্থা থাকবে। গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, প্রতিবারের ন্যায় এবারও সিলেটে খ্রিস্টান ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব বড়দিন উপলক্ষে পুলিশের পক্ষ থেকে বাড়তি নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হবে। উন্মুক্ত কোনো স্থানে আতশবাজি, পটকা ফোটানো ও ফানুস ওড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন
ট্যাগসঃ

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপলোডকারীর তথ্য

আজ বড়দিন : সিলেটে আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা বলয়

আপডেট সময়ঃ ০৫:৪৬:৫৪ অপরাহ্ন, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪

খ্রিষ্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ‘শুভ বড়দিন’ আজ, বুধবার (২৫ ডিসেম্বর)। সিলেটে বড়দিন নির্বিঘ্নে উদযাপন করতে পুলিশ বাড়তি নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেছে। গড়ে তোলা হয়েছে নিরাপত্তা বলয়।

খোঁজ নিয়ে জানা গেছে, বড়দিন উপলক্ষে রঙিন কাগজ, ফুল আর আলোকসজ্জা দিয়ে সাজানো হয়েছে নয়াসড়ক প্রেসবিটরিয়ান গির্জা। গির্জার সামনে বসানো হচ্ছে ক্রিসমাস ট্রি। সকালে গির্জায় অনুষ্ঠিত হবে বড়দিনের বিশেষ প্রার্থনা। বিভিন্ন ধর্মের মানুষের উপস্থিতি হবে নয়াসড়ক গির্জা। তাই গির্জাকে ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

এসএমপি সূত্র জানায়, বড়দিন উদযাপন উপলক্ষে গৃহীত নিরাপত্তামূলক ব্যবস্থার মধ্যে চার্চে ইউনিফর্মে ও সাদা পোশাকে পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্য নিয়োজিত থাকবে। চার্চ এলাকায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ব্যবস্থা থাকবে। গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, প্রতিবারের ন্যায় এবারও সিলেটে খ্রিস্টান ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব বড়দিন উপলক্ষে পুলিশের পক্ষ থেকে বাড়তি নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হবে। উন্মুক্ত কোনো স্থানে আতশবাজি, পটকা ফোটানো ও ফানুস ওড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন