১০:০৯ অপরাহ্ন, বুধবার, ১২ মার্চ ২০২৫

অপরাধী পুলিশ সদস্যদের বিচারের মাধ্যমে বাহিনীর গৌরব ফেরানো হবে: আইজিপি

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময়ঃ ০৬:০৬:২৯ পূর্বাহ্ন, রবিবার, ৯ মার্চ ২০২৫
  • / ৫ বার পড়া হয়েছে।

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বলেছেন, অপরাধী পুলিশ সদস্যদের বিচারের আওতায় এনে ও তাদের সরিয়ে দিয়ে পুলিশ বাহিনীকে স্বগৌরবে ফেরানো হবে। এ ছাড়া মানুষের কাছে গ্রহণযোগ্য হিসেবে গড়ে তোলার চেষ্টা করা হচ্ছে।

বৃহস্পতিবার (৬ মার্চ) দুপুরে রংপুর বিভাগীয় কমিশনারের কার্যালয় মিলনায়তনে আয়োজিত দেশের পরিবর্তিত পরিস্থিতিতে মানবাধিকার ও পরিবেশের ওপর গুরুত্বসহ আইনপ্রয়োগ শীর্ষক কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিনিয়র সচিব নাসিমুর গনি এবং প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।আইজিপি বাহারুল আলম বলেন, ৫ আগস্ট পরবর্তী সময়ে যেসব পুলিশ সদস্য অপরাধে জড়িত, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। অপরাধীদের বিচারের আওতায় এনে এবং তাদের সরিয়ে দিয়ে পুলিশ বাহিনীকে পুনরায় সগৌরবে ফিরিয়ে আনা হবে।

তিনি আরও বলেন- বিভিন্ন সময়ে দেখা গেছে- আইন প্রয়োগ করতে গিয়ে পুলিশ জনগণের আক্রমণের শিকার হচ্ছে। এর পেছনে অতীতে পুলিশের কিছু অনাকাঙ্ক্ষিত কর্মকাণ্ডের স্মৃতি কাজ করছে। আমি নাগরিক সমাজের প্রতি অনুরোধ জানাই—পুলিশকে সহযোগিতা করুন- পাশে থাকুন যাতে তারা আইনশৃঙ্খলা রক্ষায় যথাযথ ভূমিকা রাখতে পারে।আইজিপি সতর্ক করে বলেন, যদি মানুষ ন্যায়বিচার না পায়, তাহলে জাতি পুলিশকে ক্ষমা করবে না। বিশেষ করে জুলাই আন্দোলনের সময় যেসব অন্যায়-অপরাধ হয়েছে, সেসব সঠিক তদন্ত ও বিচারের মাধ্যমে নিষ্পত্তি করতে হবে। ন্যায়বিচার নিশ্চিত করতে বিচার বিভাগ- সরকারি কৌঁসুলি প্রশাসন ও পুলিশ—সব পক্ষের সম্মিলিত প্রয়াস প্রয়োজন।কর্মশালায় রংপুর বিভাগের আট জেলার বিচারক পাবলিক প্রসিকিউটর ডিআইজি, পুলিশ কমিশনার, জেলা প্রশাসক, পুলিশ সুপার ইউএনওসহ মাঠ প্রশাসনের কর্মকর্তারা অংশ নেন।

এ ছাড়া বিকেলে আইজিপি বাহারুল আলম রংপুর পুলিশ লাইন্সে পুলিশের কল্যাণ সভায় যোগ দেন এবং বাহিনীর সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন।

নিউজটি শেয়ার করুন
ট্যাগসঃ

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

অপরাধী পুলিশ সদস্যদের বিচারের মাধ্যমে বাহিনীর গৌরব ফেরানো হবে: আইজিপি

আপডেট সময়ঃ ০৬:০৬:২৯ পূর্বাহ্ন, রবিবার, ৯ মার্চ ২০২৫

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বলেছেন, অপরাধী পুলিশ সদস্যদের বিচারের আওতায় এনে ও তাদের সরিয়ে দিয়ে পুলিশ বাহিনীকে স্বগৌরবে ফেরানো হবে। এ ছাড়া মানুষের কাছে গ্রহণযোগ্য হিসেবে গড়ে তোলার চেষ্টা করা হচ্ছে।

বৃহস্পতিবার (৬ মার্চ) দুপুরে রংপুর বিভাগীয় কমিশনারের কার্যালয় মিলনায়তনে আয়োজিত দেশের পরিবর্তিত পরিস্থিতিতে মানবাধিকার ও পরিবেশের ওপর গুরুত্বসহ আইনপ্রয়োগ শীর্ষক কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিনিয়র সচিব নাসিমুর গনি এবং প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।আইজিপি বাহারুল আলম বলেন, ৫ আগস্ট পরবর্তী সময়ে যেসব পুলিশ সদস্য অপরাধে জড়িত, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। অপরাধীদের বিচারের আওতায় এনে এবং তাদের সরিয়ে দিয়ে পুলিশ বাহিনীকে পুনরায় সগৌরবে ফিরিয়ে আনা হবে।

তিনি আরও বলেন- বিভিন্ন সময়ে দেখা গেছে- আইন প্রয়োগ করতে গিয়ে পুলিশ জনগণের আক্রমণের শিকার হচ্ছে। এর পেছনে অতীতে পুলিশের কিছু অনাকাঙ্ক্ষিত কর্মকাণ্ডের স্মৃতি কাজ করছে। আমি নাগরিক সমাজের প্রতি অনুরোধ জানাই—পুলিশকে সহযোগিতা করুন- পাশে থাকুন যাতে তারা আইনশৃঙ্খলা রক্ষায় যথাযথ ভূমিকা রাখতে পারে।আইজিপি সতর্ক করে বলেন, যদি মানুষ ন্যায়বিচার না পায়, তাহলে জাতি পুলিশকে ক্ষমা করবে না। বিশেষ করে জুলাই আন্দোলনের সময় যেসব অন্যায়-অপরাধ হয়েছে, সেসব সঠিক তদন্ত ও বিচারের মাধ্যমে নিষ্পত্তি করতে হবে। ন্যায়বিচার নিশ্চিত করতে বিচার বিভাগ- সরকারি কৌঁসুলি প্রশাসন ও পুলিশ—সব পক্ষের সম্মিলিত প্রয়াস প্রয়োজন।কর্মশালায় রংপুর বিভাগের আট জেলার বিচারক পাবলিক প্রসিকিউটর ডিআইজি, পুলিশ কমিশনার, জেলা প্রশাসক, পুলিশ সুপার ইউএনওসহ মাঠ প্রশাসনের কর্মকর্তারা অংশ নেন।

এ ছাড়া বিকেলে আইজিপি বাহারুল আলম রংপুর পুলিশ লাইন্সে পুলিশের কল্যাণ সভায় যোগ দেন এবং বাহিনীর সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন।

নিউজটি শেয়ার করুন