সোনার বাংলাদেশ আজকে শশ্মানে পরিণত হয়েছে -মুহাম্মদ সেলিম উদ্দিন

- আপডেট সময়ঃ ০১:৪৯:১৩ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪
- / ১২৩ বার পড়া হয়েছে।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আমীর মুহাম্মদ সেলিম উদ্দিন বলেছেন, দুর্নীতি, স্বজনপ্রীতি, নানা অনিয়ম ও অব্যবস্থাপনার কারনে সোনার বাংলাদেশ আজকে শশ্মানে পরিণত হয়েছে। এক শ্রেণীর লম্পট, অসাদু, দুর্নীবাজ যারা মানুষের রক্তচুষে, মানুষের পকেট কেটে নিজেরা বড়লোক হওয়ার স্বপ্ন দেখে। যারা হাজার হাজার বিলিয়ন ডলার বাংলাদেশ থেকে পাচার করে বাংলাদেশকে যারা গরীব বানিয়েছে, ঐশক্তি ঐ ফ্যাসিবাদী দুর্নীতিবাজ শক্তি যারা আমাদের জাতির দুশমন, যারা আমাদের স্বাধীনতার দুশমন, গণতান্ত্রিক মানুষের দুশমন, ঐ ফ্যাসিবাদিরা, ঐ ঘুষখুররা, ঐ মদখুররা, যারা বিশৃঙ্খলা তৈরী করে রাখে, দ্বিধাবিভক্ত করে রেখেছিল বিগত ৫৩ বছর, ঐ গোষ্টি বাংলাদেশে যাতে আর ফিরে আসতে না পারে, সে জন্য আপনাদেরকে ঐতিহাসিক দায়িত্বপালন করতে হবে। ২২ ডিসেম্বর বিকাল ৪ টায় সিলেটের বিয়ানীবাজার উপজেলা অডিটরিয়ামে শ্রমিক কল্যাণ ফেডারেশন উপজেলা ও পৌরশাখার দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা গুলো বলেন।
উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোহাম্মদ আব্দুল হামিদের সভাপতিত্বে এবং উপজেলা সেক্রেটারী সেলিম উদ্দিন ও পৌর শাখার সেক্রেটারী মুনিবুর রহমান পাভেলের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সম্মেলনে বিশিষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি, সাবেক উপজেলা চেয়ারম্যান মাওলানা লোকমান আহমদ, শ্রমিক কল্যাণ ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সদস্য ফখরুল ইসলাম খান, শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা নিজাম উদ্দিন খান, বিয়ানীবাজার উপজেলা জামায়াতের আমীর মাওলানা ফয়জুল ইসলাম, বিয়ানীবাজার পৌরসভা জামায়াতের আমীর মাওলানা জমির হোসাইন প্রমুখ।