সেতু ৯ বছরেও সংস্কার হয়নি দুর্ভোগে ১০ গ্রামের মানুষ

- আপডেট সময়ঃ ০২:১৯:১১ অপরাহ্ন, সোমবার, ২০ জানুয়ারী ২০২৫
- / ৬২ বার পড়া হয়েছে।

৯ বছরেও নতুন সেতু নির্মাণের কোন উদ্যোগ নেওয়া হয়নি সুনামগঞ্জের জগন্নাথপুরের নাইয়াদাঁড়া নদীর ওপর। ফলে ১০ গ্রামের মানুষ দুর্ভোগে আছেন। সেতুটি ভেঙে যাওয়ার পর পেরিয়ে গেছে দীর্ঘ ৯ বছর। স্থানীয়দের পক্ষ থেকে একাধিকবার সেখানে একটি নতুন সেতু নির্মাণের দাবি জানানো হলেও নেওয়া হয়নি উদ্যোগ।শনিবার (১৮ জানুয়ারি)সরেজমিনে ঘুরে দেখা যায়, সেতুর মুখ পর্যন্ত পাকা সড়ক থাকলেও সেতুর অধিকাংশ ভেঙে নদীতে পড়ে আছে। আর বাকি অংশটা নদীর মধ্যে দাঁড়িয়ে আছে।শনিবার (১৮ জানুয়ারি)সরেজমিনে ঘুরে দেখা যায়, সেতুর মুখ পর্যন্ত পাকা সড়ক থাকলেও সেতুর অধিকাংশ ভেঙে নদীতে পড়ে আছে। আর বাকি অংশটা নদীর মধ্যে দাঁড়িয়ে আছে।২০০০ সালের স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) বাস্তবায়নে সেতুটি নির্মাণ করা হয়। নদীর ওপর সেতু নির্মাণের পর এ পথে ইউনিয়নের প্রভাকরপুর, নন্দিরগাঁও, মোহাম্মদপুর, ইসলামপুর, হামিদপুর, বনগাঁওসহ ১০ গ্রামের প্রায় ৪০ হাজার মানুষের জীবনযাত্রায় উল্লেখযোগ্য পরিবর্তন আসে। সেতুটি ভেঙে যাওয়ার পর এলাকাবাসী বারবার নতুন সেতু নির্মাণের দাবি জানিয়ে আসলেও কোন সুফল মিলেনি। ফলে দেড় কিলোমিটার জায়গা ঘুরে কাঁচা রাস্তা দিয়ে হেঁটে চলাচল করতে হয়। সেতুটি নির্মাণ করা হলে যাতায়াত সহজ হতো।পাটলী ইউনিয়ন উইমেন্স কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী সায়মা আক্তার জানান, সেতু থাকাকালে ৫ মিনিটে যাওয়া যেত স্কুলে। এখন ৩০ মিনিটের হাঁটা পথ পাড়ি দিতে হচ্ছে।স্থানীয় ইউনিয়ন পরিষদের মেম্বার (ইউপি সদস্য) ছায়াদ মিয়া বলেন, দীর্ঘ প্রায় ৯ বছর ধরে ভাঙা সেতুটি নির্মাণের উদ্যোগ নেওয়া হয়নি। যে কারণে ইউনিয়নের ১০ গ্রামের লোকজন ভোগান্তির শিকার হচ্ছেন।এ ব্যাপারে এলজিইডির উপজেলা প্রকৌশলী সোহরাব হোসেন জানান, নতুন সেতু নির্মাণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। আশা করা যাচ্ছে, শিগগির কোনো নির্দেশনা পাওয়া যাবে।