১০:০৪ অপরাহ্ন, শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫

সিলেট বিএনপিতে নতুন সদস্য সংগ্রহে সতর্কতা

স্টাফ রিপোর্টার:
  • আপডেট সময়ঃ ০৫:২৮:০০ অপরাহ্ন, বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫
  • / ২৯ বার পড়া হয়েছে।

কেন্দ্রের নির্দেশনায় সিলেট জেলা ও মহানগর বিএনপি সাংগঠনিক কর্মকাণ্ড আরও গতিশীল করার উদ্যোগ নিয়েছে। এর অংশ হিসেবে সদস্যপদ নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কার্যক্রম শুরু হচ্ছে। সদস্যপদ নবায়নকে প্রথমে গুরুত্ব দেওয়া হচ্ছে। এতে বিগত আন্দোলন-সংগ্রামে সক্রিয়, ত্যাগী ও জাতীয়তাবাদে আদর্শে বিশ্বাসী নেতা-কর্মীদের সদস্যপদ নবায়ন করা হবে।

গত ২০ জানুয়ারি বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে বিএনপির ‘প্রাথমিক সদস্য পদ নবায়ন’ কার্যক্রমের উদ্বোধন করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

সিলেট জেলা বিএনপি সূত্রে জানা গেছে, দীর্ঘ ১৬ বছর ধরে পরীক্ষিত এবং দলের সাথে যুক্ত থাকা পুরনো সদস্যরা নির্ধারিত মাসিক চাঁদা পরিশোধের মাধ্যমে তাদের সদস্যপদ নবায়ন করতে পারবেন। নবায়ন প্রক্রিয়া শেষ হওয়ার পর, দ্বিতীয় ধাপে শুরু হবে নতুন সদস্য সংগ্রহের কাজ। এতে বিশেষভাবে অগ্রাধিকার দেওয়া হবে তরুণ প্রজন্মকে। তবে সদস্যপদ নবায়নের জন্য ফরম মহানগর ও জেলা কমিটির কাছে এখনও পৌঁছায়নি বলে সিলেট জেলা বিএনপির দপ্তর সূত্রে জানা গেছে।

সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী  জানান, ‘আমরা সদস্যপদ নবায়ন কার্যক্রম প্রক্রিয়া শুরু করেছি। জেলা, উপজেলা, পৌর, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে এটি বাস্তবায়ন করা হবে। এর পরেই নতুন সদস্য সংগ্রহের কার্যক্রম শুরু হবে। নতুন সদস্য হওয়ার জন্য ১৮ বছরের উর্ধ্বে, অন্য কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত না এমন ব্যক্তি সদস্য হতে পারবেন।’

তিনি আরও বলেন, ‘যারা দলীয় ভাবমূর্তি নষ্ট করেছেন বা বিভিন্ন সময়ে দল থেকে বহিষ্কৃত হয়েছেন, তাদেরকে ব্যাপারে দল কঠোর থাকবে।’

এদিকে সিলেট মহানগর বিএনপির দায়িত্বশীল সূত্র জানিয়েছে, মহানগরের প্রতিটি ওয়ার্ডসহ পাড়া মহল্লায় নতুন সদস্য সংগ্রহ কার্যক্রম চালানোর প্রস্তুতি নেওয়া হয়েছে।

দলীয় সূত্রে জানা গেছে, দলের প্রাথমিক সদস্যরা বার্ষিক ২০ টাকা অথবা স্বেচ্ছায় যে কোনো পরিমাণ চাঁদা দিয়ে সদস্যপদ নবায়ন করতে পারবেন। সদস্যপদ নবায়নের পর নতুন সদস্য সংগ্রহের প্রক্রিয়া শুরু করবে, বিশেষত ১৮ বছরের ঊর্ধ্বে তরুণদের প্রতি মনোযোগ দেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন
ট্যাগসঃ

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপলোডকারীর তথ্য

সিলেট বিএনপিতে নতুন সদস্য সংগ্রহে সতর্কতা

আপডেট সময়ঃ ০৫:২৮:০০ অপরাহ্ন, বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫

কেন্দ্রের নির্দেশনায় সিলেট জেলা ও মহানগর বিএনপি সাংগঠনিক কর্মকাণ্ড আরও গতিশীল করার উদ্যোগ নিয়েছে। এর অংশ হিসেবে সদস্যপদ নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কার্যক্রম শুরু হচ্ছে। সদস্যপদ নবায়নকে প্রথমে গুরুত্ব দেওয়া হচ্ছে। এতে বিগত আন্দোলন-সংগ্রামে সক্রিয়, ত্যাগী ও জাতীয়তাবাদে আদর্শে বিশ্বাসী নেতা-কর্মীদের সদস্যপদ নবায়ন করা হবে।

গত ২০ জানুয়ারি বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে বিএনপির ‘প্রাথমিক সদস্য পদ নবায়ন’ কার্যক্রমের উদ্বোধন করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

সিলেট জেলা বিএনপি সূত্রে জানা গেছে, দীর্ঘ ১৬ বছর ধরে পরীক্ষিত এবং দলের সাথে যুক্ত থাকা পুরনো সদস্যরা নির্ধারিত মাসিক চাঁদা পরিশোধের মাধ্যমে তাদের সদস্যপদ নবায়ন করতে পারবেন। নবায়ন প্রক্রিয়া শেষ হওয়ার পর, দ্বিতীয় ধাপে শুরু হবে নতুন সদস্য সংগ্রহের কাজ। এতে বিশেষভাবে অগ্রাধিকার দেওয়া হবে তরুণ প্রজন্মকে। তবে সদস্যপদ নবায়নের জন্য ফরম মহানগর ও জেলা কমিটির কাছে এখনও পৌঁছায়নি বলে সিলেট জেলা বিএনপির দপ্তর সূত্রে জানা গেছে।

সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী  জানান, ‘আমরা সদস্যপদ নবায়ন কার্যক্রম প্রক্রিয়া শুরু করেছি। জেলা, উপজেলা, পৌর, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে এটি বাস্তবায়ন করা হবে। এর পরেই নতুন সদস্য সংগ্রহের কার্যক্রম শুরু হবে। নতুন সদস্য হওয়ার জন্য ১৮ বছরের উর্ধ্বে, অন্য কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত না এমন ব্যক্তি সদস্য হতে পারবেন।’

তিনি আরও বলেন, ‘যারা দলীয় ভাবমূর্তি নষ্ট করেছেন বা বিভিন্ন সময়ে দল থেকে বহিষ্কৃত হয়েছেন, তাদেরকে ব্যাপারে দল কঠোর থাকবে।’

এদিকে সিলেট মহানগর বিএনপির দায়িত্বশীল সূত্র জানিয়েছে, মহানগরের প্রতিটি ওয়ার্ডসহ পাড়া মহল্লায় নতুন সদস্য সংগ্রহ কার্যক্রম চালানোর প্রস্তুতি নেওয়া হয়েছে।

দলীয় সূত্রে জানা গেছে, দলের প্রাথমিক সদস্যরা বার্ষিক ২০ টাকা অথবা স্বেচ্ছায় যে কোনো পরিমাণ চাঁদা দিয়ে সদস্যপদ নবায়ন করতে পারবেন। সদস্যপদ নবায়নের পর নতুন সদস্য সংগ্রহের প্রক্রিয়া শুরু করবে, বিশেষত ১৮ বছরের ঊর্ধ্বে তরুণদের প্রতি মনোযোগ দেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন