০২:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫

সিলেটে ঘরে ঘরে জ্বরের প্রকোপ

স্টাফ রিপোর্টার:
  • আপডেট সময়ঃ ১০:৫৭:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫
  • / ১০ বার পড়া হয়েছে।

 

সিলেটে ঋতু পরিবর্তনের এই সময়ে তাপমাত্রা হঠাৎ বেড়ে যাওয়ায় জ্বরের প্রকোপ দেখা দিয়েছে। নারী-পুরুষ, শিশু-বৃদ্ধ সবাই আক্রান্ত হলেও সবচেয়ে বেশি ভুগছে শিশুরা। বিশেষ করে গরমের সঙ্গে খাপ খাওয়াতে না পারায় ছোটদের মধ্যে জ্বরের হার বেড়েছে। কারও কারও ক্ষেত্রে জ্বরের সঙ্গে কাশি ও গলা ব্যথার মতো উপসর্গও দেখা যাচ্ছে। সিলেট লায়ন্স হাসপাতালে গিয়ে দেখা যায়, বেশিরভাগ মা তাদের শিশুকে নিয়ে এসেছেন জ্বরের জন্য চিকিৎসকের শরণাপন্ন হতে। ডাক্তারদের মতে, ঋতু পরিবর্তনের কারণে এই জ্বর হয়ে থাকে এবং সাধারণত ৩ থেকে ৪ দিন স্থায়ী হয়। তবে যদি জ্বর দীর্ঘস্থায়ী হয় বা অন্যান্য জটিলতা দেখা দেয়, তাহলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
গত এক মাসে সিলেটের তাপমাত্রা ক্রমশ বেড়েছে। ফেব্রুয়ারির শুরুতে যেখানে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.৮ ডিগ্রি সেলসিয়াস, মার্চের প্রথম সপ্তাহেই তা লাফিয়ে বেড়ে ৩৩.৮ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। রাতের তাপমাত্রাও বেড়েছে, যদিও দিনের তুলনায় কম। এই আকস্মিক পরিবর্তন শরীরের ওপর প্রভাব ফেলছে, যার ফলে মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাচ্ছে এবং জ্বরসহ নানা রোগের সংক্রমণ ঘটছে। আবহাওয়া অফিস বলছে চলতি মাসে দিনের তাপমাত্রা ৪০ ডিগ্রিতে উঠতে পারে। ফলে এক থেকে দুটি মৃদু তাপপ্রবাহ বয়ে যেতে পারে।
তাই সুস্থতার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়াই শ্রেয়।
ঋতু পরিবর্তনের এই সময়ে সবাইকে সচেতন থাকার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। যথাযথ সতর্কতা ও যত্ন নিলে সহজেই এই জ্বর থেকে রক্ষা পাওয়া সম্ভব।

নিউজটি শেয়ার করুন
ট্যাগসঃ

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপলোডকারীর তথ্য

সিলেটে ঘরে ঘরে জ্বরের প্রকোপ

আপডেট সময়ঃ ১০:৫৭:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫

 

সিলেটে ঋতু পরিবর্তনের এই সময়ে তাপমাত্রা হঠাৎ বেড়ে যাওয়ায় জ্বরের প্রকোপ দেখা দিয়েছে। নারী-পুরুষ, শিশু-বৃদ্ধ সবাই আক্রান্ত হলেও সবচেয়ে বেশি ভুগছে শিশুরা। বিশেষ করে গরমের সঙ্গে খাপ খাওয়াতে না পারায় ছোটদের মধ্যে জ্বরের হার বেড়েছে। কারও কারও ক্ষেত্রে জ্বরের সঙ্গে কাশি ও গলা ব্যথার মতো উপসর্গও দেখা যাচ্ছে। সিলেট লায়ন্স হাসপাতালে গিয়ে দেখা যায়, বেশিরভাগ মা তাদের শিশুকে নিয়ে এসেছেন জ্বরের জন্য চিকিৎসকের শরণাপন্ন হতে। ডাক্তারদের মতে, ঋতু পরিবর্তনের কারণে এই জ্বর হয়ে থাকে এবং সাধারণত ৩ থেকে ৪ দিন স্থায়ী হয়। তবে যদি জ্বর দীর্ঘস্থায়ী হয় বা অন্যান্য জটিলতা দেখা দেয়, তাহলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
গত এক মাসে সিলেটের তাপমাত্রা ক্রমশ বেড়েছে। ফেব্রুয়ারির শুরুতে যেখানে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.৮ ডিগ্রি সেলসিয়াস, মার্চের প্রথম সপ্তাহেই তা লাফিয়ে বেড়ে ৩৩.৮ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। রাতের তাপমাত্রাও বেড়েছে, যদিও দিনের তুলনায় কম। এই আকস্মিক পরিবর্তন শরীরের ওপর প্রভাব ফেলছে, যার ফলে মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাচ্ছে এবং জ্বরসহ নানা রোগের সংক্রমণ ঘটছে। আবহাওয়া অফিস বলছে চলতি মাসে দিনের তাপমাত্রা ৪০ ডিগ্রিতে উঠতে পারে। ফলে এক থেকে দুটি মৃদু তাপপ্রবাহ বয়ে যেতে পারে।
তাই সুস্থতার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়াই শ্রেয়।
ঋতু পরিবর্তনের এই সময়ে সবাইকে সচেতন থাকার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। যথাযথ সতর্কতা ও যত্ন নিলে সহজেই এই জ্বর থেকে রক্ষা পাওয়া সম্ভব।

নিউজটি শেয়ার করুন