০৩:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫
সংবাদ শিরোনামঃ
লুটেরা শ্রেণী-শাহ জামাল উদ্দিন

শাহ জামাল উদ্দিন
- আপডেট সময়ঃ ০৩:৪৪:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ জানুয়ারী ২০২৫
- / ৫৯ বার পড়া হয়েছে।

যারা টাকার জোরে হাজারটা হাত বের করে
পোশাকের ভেতর থেকে
তখন সে কোনটা রেখে কোনটা ধরে
পাহার নদী বুনোহাঁস অথবা গরীবের সুখীবাতাস
তাদের সবটুকু নিশ্বাস আর সমস্ত আকাশ নেয় কেড়ে
তারপর সময় ফুরিয়ে গেলে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটে
পৃথিবীব মাঠে নিঃসঙ্গ অহঙ্কারে ।
তারা একদিন হারিয়ে যায় করুনাহীন অন্ধকারে
অর্থহীন অস্তিত্ব নিয়ে
যারা কেবল টাকার জোরে
একদিন নিয়েছিল সবকিছু কেড়ে
কখনো অতীতের ঘূর্নিপাকে
ঘোরে ঘূর্নিঝড়ে ওড়ে অন্ধকারে ।
যারা টাকার জোরে হাজারটা হাত বের করে
পোশাকের ভেতর থেকে
তখন সে কোনটা রেখে কোনটা ধরে
পাহার নদী বুনোহাঁস অথবা গরীবের সুখীবাতাস
তাদের সবটুকু নিশ্বাস আর সমস্ত আকাশ নেয় কেড়ে
তারপর সময় ফুরিয়ে গেলে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটে
পৃথিবীব মাঠে নিঃসঙ্গ অহঙ্কারে ।
ট্যাগসঃ