১০:৩৭ অপরাহ্ন, শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫

রিয়াল মাদ্রিদকে হারিয়েছে এস্পানিওল

রিপোর্টার নামঃ
  • আপডেট সময়ঃ ০৩:০১:৫৮ অপরাহ্ন, রবিবার, ২ ফেব্রুয়ারী ২০২৫
  • / ২৩ বার পড়া হয়েছে।

এস্পানিওলের কাছে হেরে গেছে রিয়াল মাদ্রিদ।

বলের দখল  আক্রমণ সবকিছুতে আধিপত্য ধরে রেখেও এস্পানিওলের কাছে হেরে গেছে রিয়াল মাদ্রিদ।এস্পানিওলের মাঠে ম্যাচের ১৫তম মিনিটে ধাক্কা খায় রিয়াল। অভিজ্ঞ ডিফেন্ডার অ্যান্টোনিও রুডিগার পায়ে অস্বস্তি নিয়ে মাঠ ছাড়েন। বদলি নামেন তরুণ রাউল আসেন্সিও।শক্তি-সামর্থ্যে পিছিয়ে থাকা এস্পানিওলের এই জয়ে তারা অবনমন অঞ্চল থেকে বেরিয়ে এসেছে, আর রিয়াল মাদ্রিদের শীর্ষ স্থান অক্ষুণ্ণ থাকলেও পয়েন্ট ব্যবধান বাড়ানো হলো না।২২ মিনিটে রিয়ালের ভিনিসিউস জুনিয়র এস্পানিওলের জালে বল পাঠান। কিন্তু, কিলিয়ান এমবাপ্পের ফাউলে গোল মেলেনি। বল দখলে একচেটিয়া আধিপত্য করা রিয়াল লক্ষ্যে প্রথম শট রাখে ৩৯ মিনিটে।  জুড বেলিংহামের শট ঠেকাতে বেগ পেতে হয়নি গোলরক্ষক হুয়ান গার্সিয়াকেএস্পানিওলের আরসিডিই স্টেডিয়ামে শনিবার রাতে লা লিগার ম্যাচটি ১-০ গোলে হেরেছে গতবারের চ্যাম্পিয়নরা। নির্ধারিত সময়ের পাঁচ মিনিট বাকি থাকতে কার্লোস রোমেরোর গোল ব্যবধান গড়ে দিয়েছে।দ্বিতীয়ার্ধের ষষ্ঠ মিনিটে ভাগ্যের ফেরে গোল পায়নি রিয়াল। দুরূহ কোণ থেকে এমবাপ্পের কাছের শট পোস্টে লাগে। ৭৬ মিনিটেও ভাগ্যের সহায়তা পায় স্বাগতিকরা। রদ্রিগোর কাছ থেকে নেওয়া শট গোলরক্ষকের হাত ছুঁয়ে পোস্টে লাগে। নির্ধারিত সময়ের পাঁচ মিনিটে আগে এস্পানিওলের কার্লোস রোমেরো গোল করে উল্লাসে মাতান স্বাগতিক শিবির।২২ ম্যাচে ১৫ জয় ও ৪ ড্রয়ে ৪৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে রিয়াল। সমান ম্যাচে ৪৮ পয়েন্ট নিয়ে দুইয়ে আতলেতিকো। নিজেদের পরের ম্যাচে আগামী শনিবার সান্তিয়াগো বের্নাবেউয়ে মুখোমুখি হবে মাদ্রিদের এই দুই দল। ২১ ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে তিনে আছে বার্সেলোনা।৯তম মিনিটে রিয়াল গোলমুখে প্রথম শট নেয়। জুড বেলিংহ্যামের সেই শট ঠেকিয়ে দেন গোলকিপার। ৭২তম মিনিটে বেলিংহ্যামের কোনাকুনি শট ক্রসবারের ওপর দিয়ে উড়ে যায়। ৭৬তম মিনিটে কাছ থেকে রদ্রিগোর শট গোলরক্ষকের হাত ছুঁয়ে পোস্টে লাগে। ৮৫তম মিনিটে দারুণ এক পাল্টা আক্রমণ থেকে ছয় গজ বক্সের কোণা থেকে ভলিতে গোল করে রিয়ালকে স্তব্ধ করে দেন রোমেরো।৮৫তম মিনিটে দারুণ এক পাল্টা আক্রমণ থেকে রিয়ালকে স্তব্ধ করে দেয় এস্পানিওল। সতীর্থের ক্রসে ছয় গজ বক্সের কোণা থেকে ভলিতে গোলটি করেন রোমেরো। এই গোলটি ধরে রেখে স্মরণীয় জয় নিয়ে মাঠ ছাড়ে কাতালান ক্লাবটি।

 

নিউজটি শেয়ার করুন
ট্যাগসঃ

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপলোডকারীর তথ্য

রিয়াল মাদ্রিদকে হারিয়েছে এস্পানিওল

আপডেট সময়ঃ ০৩:০১:৫৮ অপরাহ্ন, রবিবার, ২ ফেব্রুয়ারী ২০২৫

বলের দখল  আক্রমণ সবকিছুতে আধিপত্য ধরে রেখেও এস্পানিওলের কাছে হেরে গেছে রিয়াল মাদ্রিদ।এস্পানিওলের মাঠে ম্যাচের ১৫তম মিনিটে ধাক্কা খায় রিয়াল। অভিজ্ঞ ডিফেন্ডার অ্যান্টোনিও রুডিগার পায়ে অস্বস্তি নিয়ে মাঠ ছাড়েন। বদলি নামেন তরুণ রাউল আসেন্সিও।শক্তি-সামর্থ্যে পিছিয়ে থাকা এস্পানিওলের এই জয়ে তারা অবনমন অঞ্চল থেকে বেরিয়ে এসেছে, আর রিয়াল মাদ্রিদের শীর্ষ স্থান অক্ষুণ্ণ থাকলেও পয়েন্ট ব্যবধান বাড়ানো হলো না।২২ মিনিটে রিয়ালের ভিনিসিউস জুনিয়র এস্পানিওলের জালে বল পাঠান। কিন্তু, কিলিয়ান এমবাপ্পের ফাউলে গোল মেলেনি। বল দখলে একচেটিয়া আধিপত্য করা রিয়াল লক্ষ্যে প্রথম শট রাখে ৩৯ মিনিটে।  জুড বেলিংহামের শট ঠেকাতে বেগ পেতে হয়নি গোলরক্ষক হুয়ান গার্সিয়াকেএস্পানিওলের আরসিডিই স্টেডিয়ামে শনিবার রাতে লা লিগার ম্যাচটি ১-০ গোলে হেরেছে গতবারের চ্যাম্পিয়নরা। নির্ধারিত সময়ের পাঁচ মিনিট বাকি থাকতে কার্লোস রোমেরোর গোল ব্যবধান গড়ে দিয়েছে।দ্বিতীয়ার্ধের ষষ্ঠ মিনিটে ভাগ্যের ফেরে গোল পায়নি রিয়াল। দুরূহ কোণ থেকে এমবাপ্পের কাছের শট পোস্টে লাগে। ৭৬ মিনিটেও ভাগ্যের সহায়তা পায় স্বাগতিকরা। রদ্রিগোর কাছ থেকে নেওয়া শট গোলরক্ষকের হাত ছুঁয়ে পোস্টে লাগে। নির্ধারিত সময়ের পাঁচ মিনিটে আগে এস্পানিওলের কার্লোস রোমেরো গোল করে উল্লাসে মাতান স্বাগতিক শিবির।২২ ম্যাচে ১৫ জয় ও ৪ ড্রয়ে ৪৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে রিয়াল। সমান ম্যাচে ৪৮ পয়েন্ট নিয়ে দুইয়ে আতলেতিকো। নিজেদের পরের ম্যাচে আগামী শনিবার সান্তিয়াগো বের্নাবেউয়ে মুখোমুখি হবে মাদ্রিদের এই দুই দল। ২১ ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে তিনে আছে বার্সেলোনা।৯তম মিনিটে রিয়াল গোলমুখে প্রথম শট নেয়। জুড বেলিংহ্যামের সেই শট ঠেকিয়ে দেন গোলকিপার। ৭২তম মিনিটে বেলিংহ্যামের কোনাকুনি শট ক্রসবারের ওপর দিয়ে উড়ে যায়। ৭৬তম মিনিটে কাছ থেকে রদ্রিগোর শট গোলরক্ষকের হাত ছুঁয়ে পোস্টে লাগে। ৮৫তম মিনিটে দারুণ এক পাল্টা আক্রমণ থেকে ছয় গজ বক্সের কোণা থেকে ভলিতে গোল করে রিয়ালকে স্তব্ধ করে দেন রোমেরো।৮৫তম মিনিটে দারুণ এক পাল্টা আক্রমণ থেকে রিয়ালকে স্তব্ধ করে দেয় এস্পানিওল। সতীর্থের ক্রসে ছয় গজ বক্সের কোণা থেকে ভলিতে গোলটি করেন রোমেরো। এই গোলটি ধরে রেখে স্মরণীয় জয় নিয়ে মাঠ ছাড়ে কাতালান ক্লাবটি।

 

নিউজটি শেয়ার করুন