মেডিকেল কলেজ বন্ধে ছাত্রদলের প্রতিবাদ

- আপডেট সময়ঃ ০৭:২৬:৫৬ অপরাহ্ন, রবিবার, ৯ মার্চ ২০২৫
- / ১২ বার পড়া হয়েছে।

হবিগঞ্জ মেডিকেল কলেজ বন্ধের প্রতিবাদে ও স্থায়ী ক্যাম্পাসসহ যাবতীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করার দাবিতে মানববন্ধন করেছে হবিগঞ্জ জেলা ছাত্রদল। এই কর্মসূচির প্রতি একাত্মতা জানিয়ে এতে অংশ গ্রহণ করেন কলেজের সাধারণ শিক্ষার্থীরাও।
শনিবার দুপুরে শহরের জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে হবিগঞ্জ জেলা ছত্রদলের সাধারণ সম্পাদক জিল্লুর রহমানের পরিচালনায় বক্তব্য দেন, জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজীব আহমেদ রিংগন, সাংগঠনিক সম্পাদক গোলাম মাহবুব, যুগ্ম সম্পাদক মহিবুর রহমান শাওন, ছাত্রদল নেতা রুমেল খান চৌধুরী প্রমুখ।
বক্তারা বলেন, হবিগঞ্জ মেডিকেল কলেজটি তাদের সম্পদ। এটির স্থায়ী ক্যাম্পাস এবং শিক্ষার্থীদের আবাসিক হল ও ডাক্তারদের প্রয়োজনীয়তাসহ যাবতীয় সুযোগ-সুবিধা অবিলম্বে নিশ্চিত করতে হবে। তারা বলেন, হবিগঞ্জ মেডিকেল কলেজ অন্যত্র সরিয়ে নেওয়ার ষড়যন্ত্র চলছে। যদি এ ধরনের কোনো সিদ্ধান্ত নেওয়া হয়, তা প্রতিহত করা হবে। প্রয়োজনে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করা হবে। এর আগে একই দাবিতে হবিগঞ্জের জেলা প্রশাসক ফরিদুর রহমানের কাছে স্মারকলিপি দেন ছাত্রদলের নেতাকর্মীরা।