মুন্সি ইসলামী স্মৃতি পাঠাগারের উদ্যোগে অমুসলিম নাগরিকদের সাথে মতবিনিময় সভা

- আপডেট সময়ঃ ০৭:৩৭:৩৩ অপরাহ্ন, বুধবার, ১৩ নভেম্বর ২০২৪
- / ১৪৮ বার পড়া হয়েছে।

গত বৃহস্পতিবার (৭ নভেম্বর)বিয়ানীবাজার উপজেলার মুল্লাপুরে মুন্সী ইসলামি স্মৃতি পাঠাগারের উদ্যোগে অমুসলিম নাগরিকদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়,সমাজসেবী মাওলানা মাহবুবুল হক সুজা র সভাপতিত্বে ও সাইফুল ইসলাম সাদিক আহমদ এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী, যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা, বিয়ানীবাজারের কৃতি সন্তান, মুন্সি ইসলামী স্মৃতি পাঠাগারের স্বপ্নদ্রষ্টা, ইসলামী স্কলার মাওলানা এবিএম নাসিম নাসিম,বিশেষ অতিথি, মুড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান ফরিদ আল মামুন, লাউতা ইউনিয়নের চেয়ারম্যান দেলোয়ার হোসেন, মুল্লাপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আব্দুল মান্নান,বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীন সিলেট জেলা দক্ষিণ শাখার অফিস সম্পাদক মাওলানা হোসাইন আহমদ সুমন দুবাগী, আল আরাফা ইসলামী ব্যাংক বিয়ানীবাজার শাখার ম্যানেজার খালেদ মোহাম্মদ ছয়ফুল আলম, তিলপারা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান পদপ্রার্থী বিবেকানন্দ বিবেক সহ নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে অর্ধশতাধিক হিন্দু নাগরিকবৃন্দ উপস্থিত ছিলেন,তাঁদের সাথে দেশ ও জাতি গঠনে দেশের সার্বিক পরিস্থিতিতে সকলের মিলিত প্রচেষ্টায় দেশকে এগিয়ে নেয়ার আহবান জানানো হয়।
পরিশেষে উপস্থিত সকলকে মুন্সি ইসলামী স্মৃতি পাঠাগারের পক্ষ থেকে উপহার প্রদান করা হয়।