১০:২৮ অপরাহ্ন, শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫

ভুল পৃথিবী

এম উদ্দিন:
  • আপডেট সময়ঃ ০৮:২৪:৫৬ অপরাহ্ন, রবিবার, ২ ফেব্রুয়ারী ২০২৫
  • / ১৯ বার পড়া হয়েছে।

পৃথিবীটা মনের মতো, যতই সুন্দর হোক
অবিরত দেখে দেখে, যতই ভরি চোখ
ঝরবে একদিন সবার চোখে, থোকা থোকা শোক!

আমার ভেবে পৃথিবীটা, যতই আঁকড়ে ধরি
চিত্র এঁকে যতই বলি আহা! মরি মরি!
সামনে একদিন আসবে ভেসে, অন্ধকারের তরি!

পৃথিবীটা যতই দেখাক, ভালোবাসার মায়া
কৃতজ্ঞতায় যতই বলি, কী শোভা কী ছায়া!
তবু একদিন টেনে নেবে, আমাদের এ কায়া!

পৃথিবীটা যতই শেখাক, খ্যামটা নাচানাচি
নাচতে নাচতে যতই বলি, কত্তো ভালো আছি
তবু একদিন স্মৃতি হব, সেদিন কাছাকাছি!

পৃথিবীটা অতি যত্নে, যতই ফোটাক ফুল
নীরব থেকে মাঝে মাঝেই, ফুটিয়ে দেয় হুল!

নিউজটি শেয়ার করুন
ট্যাগসঃ

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপলোডকারীর তথ্য

ভুল পৃথিবী

আপডেট সময়ঃ ০৮:২৪:৫৬ অপরাহ্ন, রবিবার, ২ ফেব্রুয়ারী ২০২৫

পৃথিবীটা মনের মতো, যতই সুন্দর হোক
অবিরত দেখে দেখে, যতই ভরি চোখ
ঝরবে একদিন সবার চোখে, থোকা থোকা শোক!

আমার ভেবে পৃথিবীটা, যতই আঁকড়ে ধরি
চিত্র এঁকে যতই বলি আহা! মরি মরি!
সামনে একদিন আসবে ভেসে, অন্ধকারের তরি!

পৃথিবীটা যতই দেখাক, ভালোবাসার মায়া
কৃতজ্ঞতায় যতই বলি, কী শোভা কী ছায়া!
তবু একদিন টেনে নেবে, আমাদের এ কায়া!

পৃথিবীটা যতই শেখাক, খ্যামটা নাচানাচি
নাচতে নাচতে যতই বলি, কত্তো ভালো আছি
তবু একদিন স্মৃতি হব, সেদিন কাছাকাছি!

পৃথিবীটা অতি যত্নে, যতই ফোটাক ফুল
নীরব থেকে মাঝে মাঝেই, ফুটিয়ে দেয় হুল!

নিউজটি শেয়ার করুন