বৃক্ষভরা লাল শিমুল

- আপডেট সময়ঃ ০২:২৩:৩১ পূর্বাহ্ন, বুধবার, ১২ মার্চ ২০২৫
- / ১১ বার পড়া হয়েছে।

কাঁটাভরা, পাতাঝরা বৃক্ষের ডাল,
ফুলের রঙে সে যে হয়ে আছে লাল।
লাল ফুল যেন শহীদের লাল রক্ত,
তার প্রেরণায় আমার মন হয় শক্ত।
সুদূর ঐ আকাশে
চোখে লাল কি ভাসে,
এ যে এক অপরূপা সুন্দর ফুল,
বৃক্ষে দুলছে তার নাম যে শিমুল।
মস্তবৃক্ষ তার কাঁটাভরা ডাল,
শিমুলের রঙে সে যে হয়ে আছে লাল।
পাতাঝরা, কাঁটাভরা বৃক্ষের ডালে,
শোভা পায় শিমুলের টুকটুকে লালে।
দূরের ও বৃক্ষ যেন সবকিছু ছাড়িয়ে,
বুক তুলে আছে মাথা উঁচু করে দাড়িয়ে।
পথ দিয়ে হাঁটছিলো মনভোলা কবি,
তার দৃষ্টিতে ছিলো ফুল-আকাশ সবই।
হঠাৎ তাকালো কবি দূরে চোখ তুলে,
বৃক্ষটা সেজে আছে লাল লাল ফুলে।
দূরে থেকে দেখে কবি মনে করেছে,
নীলাকাশ কানে লাল দুল পড়েছে।
আরে! এ যে রাজবৃক্ষ মহাশিমুল!
তার ই উঁচু ডালে ভরা লাল লাল ফুল।
বাহ্ কি অপূর্ব, চোখ গেলো জুড়িয়ে,
এই কথা ভেবে তার পথ এলো ফুরিয়ে।
বাড়ি ফিরে আনমনে ভাবছেন কবি,
বাগানের ফুলেই কি রূপ-শোভা সবই?
কাছে থেকে দেখে আর সৌরভ মেখে,
তবেই কবিরা গান আর ছড়া লেখে।
কিন্তু দূরেও থেকে যদি চোখ জুড়ায়?
সৌরভ ছাড়াও সে যদি মনভোলায়!
কোন ফুলের আছে অসাধারণ এই গৌরব?
হৃদয় জুড়ায় তবে নেই কোন সৌরভ?
সুদূরে থেকেও মন ভোলানো যে ফুল,
তা শুধু বৃক্ষভরা লাল এ শিমুল।