বিয়ানীবাজার সরকারি কলেজে বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সরস্বতী পূজা উদযাপন

- আপডেট সময়ঃ ০৬:২৬:৪৮ অপরাহ্ন, সোমবার, ৩ ফেব্রুয়ারী ২০২৫
- / ১৪ বার পড়া হয়েছে।

বিয়ানীবাজার সরকারি কলেজে বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা উদযাপিত হয়েছে। সোমবার সকাল থেকেই দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে বিদ্যাদেবী সরস্বতীর পূজা উদযাপন করা হয়। পূজায় প্যান্ডেল, তোরণ, সাজে-সজ্জায় উৎসব মুখর পরিবেশে ছিলো কলেজ প্রাঙ্গণ। সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম এই ধর্মীয় উৎসবে জ্ঞানের দেবী সরস্বতীর চরণে ফুল দেন পূজারি ও শিক্ষার্থীরা। পরে অঞ্জলি ও প্রসাদ গ্রহন করেন ভক্তরা। এসময় পূজা মন্ডপ পরিদর্শন করেন বিভিন্ন স্তরের দায়িত্বশীলরা।
সরস্বতী পূজা উপলক্ষে আয়োজকরা সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়ে বলেন, উৎসবমুখর পরিবেশে সকল বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা নিয়ে সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়েছে।
আয়োজকদের প্রতি কৃতজ্ঝতা জানিয়ে ভক্তরা বলেন, আগামীতে সবার অংশগ্রহণে এই আয়োজন আরো বেশি সুন্দর হবে বলে আশাবাদী।
সনাতন ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, জ্ঞান ও বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী সরস্বতী। তিনি আশীর্বাদের মাধ্যমে মানুষের চেতনাকে উদ্দীপ্ত করতে প্রতিবছর আবির্ভূত হন ভক্তদের মধ্যে। হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব সরস্বতী পূজা। মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে বিদ্যার দেবী সরস্বতীর পূজা করেন হিন্দু ধর্মাবলম্বীরা।
NEWS UP.S21.M