০৮:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫
সংবাদ শিরোনামঃ
বিয়ানীবাজার-মাথিউরা- বহরগ্রাম- সড়কের বেহাল দশা

শহিদুল ইসলাম
- আপডেট সময়ঃ ০৬:১৭:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১ নভেম্বর ২০২৪
- / ২৩৪ বার পড়া হয়েছে।

দীর্ঘ কয়েক বছর থেকে সিলেটের সাথে যোগাযোগের বিকল্প সড়ক বিয়ানীবাজার-মাথিউরা- বহরগ্রাম-শিকপুর
সড়কের মাথিউরা বাংনি বাজার থেকে বহরগ্রাম অংশের বেহাল দশা। গত দুই বন্যায় সড়ক তলিয়ে যাওয়ায় ব্যাপক ক্ষতি হয়েছে। সড়ক জুড়ে খানাখন্দ ও বড় বড় গর্তের সৃষ্টি হওয়া চলাচল অনুপযোগী হয়ে পড়েছে। ফলে চরম দুর্ভোগ পোহাচ্ছেন সিলেট যাতায়াত কারি যানবাহন চালক ও সাধারণ জনগন।
স্থানীয়রা জানান ২০২২ সালের ভয়াবহ বন্যায় সড়কটি তলিয়ে যাওয়ায় খানাখন্দ ও গর্তের সৃষ্টি হয়। সংস্কারহীন এ সড়ক চলতি বছরের বন্যায় ফের তলিয়ে যাওয়ায় চলাচল অনুপযোগী হয়ে পড়েছে।
গর্ত খানাখন্দ ভরা সড়কের খাদের পাশে কিছু অংশে ধ্বসের শংকা করছেন স্থানীয় জনগন ও যানবাহন চালকরা।গুরুত্বপূর্ণ এ সড়কটি দ্রুত সংস্কারের দাবি জানান তারা।
২০২২ সালের বন্যায় সড়কের যেসব অংশ ভাল ছিল চলতি বন্যায় সে অংশও ক্ষতিগ্রস্থ হয়েছে। ফলে দ্রুত সংস্কারের দাবি সাধারণ যাত্রীসহ স্থানীয়দের।
ট্যাগসঃ