বিয়ানীবাজার বিএনপি’র পৌরশহরে বিজয় শোভাযাত্রা

- আপডেট সময়ঃ ০৭:৪৩:৩২ অপরাহ্ন, সোমবার, ১৬ ডিসেম্বর ২০২৪
- / ৯২ বার পড়া হয়েছে।

মহান বিজয় দিবস উপলক্ষে বিয়ানীবাজার উপজেলা বিএনপির নেতৃবৃন্দ স্বাধীনতা সংগ্রামে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেছেন।এদিকে দুপুরে উপজেলা বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের পক্ষ থেকে মহান বিজয় দিবস উপলক্ষে বিজয় শোভাযাত্রা পৌরশহর প্রদক্ষিণ করেন। পরে বিয়ানীবাজার সরকারি কলেজ সম্মুখে সংক্ষিপ্ত পথ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপি’র সভাপতি এড. আহমদ রেজার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ছরওয়ার হোসেনের সঞ্চালনায় বক্তব্যে এড. আহমদ রেজা বলেন, ‘মহান মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে দেশের গণতন্ত্র পুনরুদ্ধার এবং জাতীয় ঐক্য গড়ে তোলার জন্য সবাইকে এগিয়ে আসতে হবে। দেশের দীর্ঘ ১৬ বছর কোন গণতন্ত্র ছিল না, দেশের আপামর মানুষের ভোটাধিকার হরণ করে ফ্যাসিস্ট শেখ হাসিনা এক নায়কতন্ত্র কায়েম করতে চেয়েছিল। ছাত্র জনতার আন্দোলনে ফাসিস্টদের পতন হয়েছে। বর্তমান অন্তবর্তীকালীন সরকার দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দিয়ে দেশে বহুদলীয় গণতন্ত্রের ধারা ফিরিয়ে আনবে, এটাই আমরাসহ দেশবাসী কামনা করেন।’