বিয়ানীবাজার জামেয়া ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ে ফ্যা-সি-বাদ বিরোধী সভা ও তারুণ্য মেলা অনুষ্ঠিত

- আপডেট সময়ঃ ০৭:২৭:১৯ অপরাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫
- / ২৬ বার পড়া হয়েছে।

বিয়ানীবাজার জামেয়া ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ে জুলাই বিপ্লবের প্রেক্ষাপট ও ফ্যাসিবাদ বিরোধী আলোচনা সভা এবং তারুণ্য মেলা অনুষ্ঠিত হয়েছে। রবিবার দিনব্যাপী বিদ্যালয় প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে জুলাই বিপ্লবের বিভিন্ন গ্রাফিতি ও চিত্র তুলে ধরে শিক্ষার্থীরা। একই সাথে শিক্ষার্থীদের তৈরী বিজ্ঞান ও প্রযুক্তি উদ্ভাধনী এবং গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হস্তশিল্প, মৃতশিল্প, কুটিরশিল্প ও রকমারি শীতের পিঠার প্রজেক্টের স্টলসমূহ পরিদর্শন করেন অতিথিবৃন্দ।
আলোচনা সভায় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ আবুল খায়ের এর সভাপতিত্বে ও প্রধান শিক্ষক মোঃ রুকন উদ্দিন এর পরিচালনায় প্রধান অতিথি ছিলেন জিলালুল কোরআন সোসাইটির সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ মতিউর রহমান। প্রধান বক্তা ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ আবু তাহের মোঃ তোরাব এর ভাই আবুল কালাম মোঃ শরীফ ও বিশেষ অতিথি ছিলেন মুসলীম উম্মাহ অব নর্থ আমেরিকার সাবেক সেক্রেটারি জেনারেল,যুক্তরাষ্ট্র প্রবাসী ফয়সল আহমদ, ফ্রান্স প্রবাসী সাবেক ছাত্রনেতা জাকারিয়া আহমদ,বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত ছাত্রনেতা আমিনুল ইসলাম এবং শহীদ আবু তাহের মোঃ তোরাব এর ভাই আবুল আজরফ মোঃ জাবুর।কোন ষড়যন্ত্রের মাধ্যমে জুলাই বিপ্লবের অর্জনকে ব্যার্থ করা যাবে না জানিয়ে অতিথিরা বলেন, আগামী বাংলাদেশ হবে সকল মানুষের বসবাস যোগ্য মানবিক বাংলাদেশ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক মোহাম্মদ সাদুজ্জামান, শাহিদ উদ্দিন, ইসলাম উদ্দিন, আবুল কাশেম, হাসানুল বান্না, সাদিকুর রহমান খান সহ অভিভাবক ও শিক্ষক শিক্ষার্থীবৃন্দ।