বিয়ানীবাজার উপজেলা কৃষক দলের আহ্বায়ক কমিটি গঠনের উপলক্ষে মতবিনিময় সভা কৃষক সমাবেশ অনুষ্ঠিত

- আপডেট সময়ঃ ১১:২৯:৪৬ অপরাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫
- / ৫৩ বার পড়া হয়েছে।

বিয়ানীবাজার উপজেলা কৃষক দলের আহ্বায়ক কমিটি গঠনের উপলক্ষে মতবিনিময় সভা কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশের সংখ্যা গরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে সারাদেশে ৩ মাস ব্যাপি ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসেবে সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলায় ২৭ জানুয়ারি সোমবার বিকাল ৩ ঘটিকায় রয়েল স্পাইসি কনভেনশন হলে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিয়ানীবাজার উপজেলা কৃষক দলের আহ্বায়ক কমিটি গঠনের উপলক্ষে মতবিনিময় সভায় সিলেট জেলা কৃষক দলের আহ্বায়ক ইকবাল আহমদ তাপাদার সভাপতিত্বে ও সিলেট জেলা কৃষক দলের সদস্য সচিব তাজরুল ইসলাম তাজুল এর সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন সিলেট জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক আলতাফ হোসেন বিলাল, সিলেট জেলা কৃষক দলের সদস্য গুলজার আহমদ রাসেল, তানভীর আহমদ, জামিল আহমদ, কোম্পানিগঞ্জ উপজেলা কৃষক দলের সদস্য মাসুক আহমদ, জকিগঞ্জ উপজেলা কৃষক দল নেতা জিল্লুর রহমান, মহানগর ছাত্রদল যুগ্ম সম্পাদক মুন্না চৌধুরী,সিলেট জেলা ছাত্রদল নেতা মেহেদী হাসান, আব্দুল বাসিত প্রমুখ।