বিয়ানীবাজার উচ্চ বিদ্যালয়ের ভূমিদাতা সম্মাননা ও মতবিনিময় সভা

- আপডেট সময়ঃ ০৭:৪৩:০৬ অপরাহ্ন, সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪
- / ৭৯ বার পড়া হয়েছে।

বিয়ানীবাজার উচ্চ বিদ্যালয়ের আয়োজনে ভূমিদাতা সম্মাননা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের ভূমিদাতা সদস্য, যুক্তরাষ্ট্র প্রবাসী ডাক্তার মাহফুজুর রহমান খালেদে এর সম্মানে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বিয়ানীবাজার উচ্চ বিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসে ২৯ ডিসেম্বর রবিবার দুপুরে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিয়ানীবাজার বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও বিয়ানীবাজার উচ্চ বিদ্যালয়ের উপদেষ্টা জিয়া উদ্দিন।
বিয়ানীবাজার উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির
সচিব সাহেদ আহমদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র প্রবাসী সিভিল সার্জন ডাক্তার মাহফুজুর রহমান খালেদ।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিয়ানীবাজার আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ মুজিবুর রহমান, পঞ্চখন্ড হরগোবিন্দ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আব্দুর রব, পিএইচজি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হাসিব জীবন, ঘুঙ্গাদিয়া বড়দেশ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও বিয়ানীবাজার উচ্চ বিদ্যালয়ের উদ্যোক্তা মইন উদ্দিন, কসবা বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আব্দুল হান্নান, বিয়ানীবাজার উচ্চ বিদ্যালয়ের উদ্যোক্তা সদস্য হাসান আহমদ।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন বিয়ানীবাজার উচ্চ বিদ্যালয়ের উদ্যোক্তা ও অর্থ বিষয়ক কমিটির আহ্বায়ক আব্দুল বাসিত টিপু। অনুষ্ঠানে অনুভুতি প্রকাশ করেন প্রধান অতিথি ডাক্তার মাহফুজুর রহমান খালেদ এর সন্তান সাফরান সামির রহমান।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হাই, উপদেষ্টা আহমদ মহসিন বাবর, উদ্যোক্তা আব্দুল কুদ্দুস, বিয়ানীবাজার আদর্শ মহিলা কলেজের সহকারী অধ্যাপক ও উদ্যোক্তা সদস্য ফয়সাল আহমদ, উদ্যোক্তা ও ভবন নির্মাণ কমিটির আহবায়ক সাইফুল আলম ঝুনু, উদ্যোক্তা সদস্য খসরুজ্জামান জামান খছরু, উদ্যোক্তা সদস্য ও বিয়ানীবাজার গণদাবি পরিষদের সাধারণ সম্পাদক জয়নুল ইসলাম, পৌরসভার ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সাব রানা, শিক্ষানুরাগী কামাল সামী, বিএনপি’র সহ সাধারণ সম্পাদক নাজমুল হোসেন, শিক্ষানুরাগী বদরুল হোসেন, উদ্যোক্তা সদস্য ইফজাল আহমদ শামীম, উদ্যোক্তা সদস্য রোটারিয়ান আলাল উদ্দিন, মোস্তাক আহমদ কাজল, উদ্যোক্তা ও নির্মাণ কমিটির সদস্য জয়নাল আবেদীন, গোলজার আহমদ রাহেল, উদ্যোক্তা সদস্য সাইফুদ্দিন নোমান, উদ্যোক্তা সদস্য ইমাম হাসনাত সাজু ও অসীম বাবু প্রমূখ।
অনুষ্ঠানে প্রধান অতিথিকে ফুল দিয়ে বরণ করেন উদ্যোক্তারবৃন্দ। এবং ভূমিদাতা সম্মাননা স্মারক প্রদান করা হয়। শেষ পর্যায়ে প্রধান অতিথি সহ উপস্থিত সদস্যবৃন্দ নির্মাণাধীন ভবন পরিদর্শন করেন।
অনুষ্ঠানে বক্তারা বিয়ানীবাজার উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠার মাধ্যমে এ অঞ্চলের শিক্ষার প্রসারে দেশি ও প্রবাসীরা এগিয়ে আসায় সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উল্লেখ্য, অনুষ্ঠানে প্রধান অতিথি বিয়ানীবাজার উচ্চ বিদ্যালয়ের ভুমিদাতা হিসাবে সাড়ে চার লক্ষ টাকার চেক হস্তান্তর করেন।