বিয়ানীবাজারে ব্র্যাক মাইগ্রেশন’র উদ্যোগে বিদেশ ফেরতদের পুনরেকত্রীকরণ কর্মশালা

- আপডেট সময়ঃ ০৭:২০:৩০ অপরাহ্ন, সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪
- / ১১৪ বার পড়া হয়েছে।

বিয়ানীবাজারে ব্র্যাক মাইগ্রেশন’র উদ্যোগে নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরেকত্রীকরণ কর্মশালা সম্পন্ন হয়েছে। উপজেলা প্রশাসনের সভাকক্ষে অনুষ্ঠিত কর্মশালায় বিদেশ ফেরত বেশ কয়েকজন সুবিধাভোগী উপস্থিত ছিলেন। তারা ব্র্যাক মাইগ্রেশন’র বিভিন্ন প্রকল্পের প্রশংসা করে বলেন, প্রবাস থেকে শূণ্য হাতে ফেরার পর এই প্রতিষ্টান যেভাবে তাদের পাশে দাঁড়িয়েছে তা নতুন জীবন দেয়ার শামিল। ব্যার্থদের পাশে কেউ না থাকলেও এই প্রতিষ্টান আমাদের দাঁড়াতে সাহায্য করছে।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিয়ানীবাজার উপজেলা নির্বাহী অফিসার গোলাম মুস্তাফা মুন্না। তিনি বলেন, প্রবাসীরা আমাদের দেশের অর্থনৈতিক ভিত্তি গড়তে কাজ করছেন। তাদের সকল সফলতা-ব্যর্থতায় আমাদের প্রত্যেকের এগিয়ে যাওয়া উচিত। তিনি আরোও বলেন, দক্ষ হয়ে বিদেশ যেতে পারলে কেউ তার অগ্রযাত্রা রুখতে পারবেনা। সূতরাং দক্ষতা অর্জন করে সচেতনতার সাথে প্রবাসীদের জীবনের অভিষ্ট লক্ষে পৌঁছাতে হবে।ব্র্যাকের এরিয়া ম্যানজার (প্রগতি) গৌরাঙ্গ চন্দ্র দাসের সভাপতিত্বে
ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম অর্গানাইজার মোঃ আতিকুর রহমান এর সাবিক ও সহযোগিতায় কর্মশালার প্রবন্ধ উপস্থাপন করেন ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের সিলেট MRSC কো অভিনেটর শুভাশীষ দেবনাথ।
এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: মনিরুল হক খান, পুলিশ পরিদর্শক (তদন্ত) সবেদ আলী, মাধ্যমিক শিক্ষা অফিসার মৌলুদুর রহমান, প্রাথমিক শিক্ষা অফিসার নিপেন্দ্র নাথ দাস, সমাজসেবা অফিসার অনুজ চক্রবর্তী, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মিলাদ মো. জয়নুল ইসলাম এছাড়া সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা সাংবাদিক সুশিল সমাজের প্রতিনিধি, বিদেশ ফেরত অভিবাসী ফোরাম সদস্য উপস্থিত ছিলেন প্রমুখ।
কর্মশালার শেষে ইতালি ফেরত শাহিনুজ্জামান ও ফ্রান্স ফেরত মুছলেহ উদ্দিনকে ৯০ হাজার টাকার পৃথক চেক প্রদান করে ব্র্যাক মাইগ্রেশন সুরক্ষা প্রকল্প।