বিয়ানীবাজারে পূর্ব মুড়িয়া কলেজের যাত্রা শুরু

- আপডেট সময়ঃ ১০:৩৬:২৬ অপরাহ্ন, শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫
- / ২৫ বার পড়া হয়েছে।

বিয়ানীবাজার উপজেলাধীন পূর্ব মুড়িয়াবাসীর দীর্ঘদিনের লালিত স্বপ্ন সর্বোচ্চ বিদ্যাপীঠ পূর্ব মুড়িয়া কলেজের যাত্রা শুরু হয়েছে। শনিবার সকালে এলাকার জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষানুরাগী ও সমাজসেবী সহ সর্বসাধারণের উপস্থিতিতে নির্ধারিত স্থানে সাইনবোর্ড স্থাপনের মাধ্যমে কলেজের ধারাবাহিক কার্যক্রমের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।
ঐতিহ্য ও ইতিহাস সমৃদ্ধ জনবহুল পূর্ণ ১১টি গ্রাম নিয়ে গঠিত পূর্ব মুডিয়া এলাকা। চারদিক প্রাকৃতিক সমারোহে দৃষ্টি নন্দিত এই এলাকায় রয়েছে ৭ টি প্রাথমিক বিদ্যালয়, ১ টি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ও ২ টি দাখিল মাদ্রাসা সহ ২ কওমী মাদ্রাসা। জনবহুল এই এলাকায় উচ্চ শিক্ষার জন্য প্রয়োজন ছিল কলেজ স্থাপনের। দফায় দফায় আলোচনা সভা করে স্থানীয় বাসিন্দারা বিগত বছর থেকে উদ্যোগ নিয়ে পৃথক ক্যাম্পাসে কলেজ স্থাপন করার জন্য সিদ্ধান্ত গ্রহণ করেন। অবশেষে কলেজের সাইনবোর্ড স্থাপনের মাধ্যমে কলেজের যাত্রা শুরু হওয়ায় আয়োজিত অনুষ্ঠানে অনুভূতি ব্যক্ত করেন জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষানুরাগী, সমাজসেবী সহ বিভিন্ন স্তরের দায়িত্বশীলরা। এসময় কলেজের অগ্রগতি কাজে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন তারা,সাইনবোর্ড স্থাপন শেষে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।