১০:১৩ অপরাহ্ন, শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫

বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো প্রথম পর্ব

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময়ঃ ০৮:১৯:৪৮ অপরাহ্ন, রবিবার, ২ ফেব্রুয়ারী ২০২৫
  • / ২০ বার পড়া হয়েছে।

ইজতেমা ময়দানে আখেরি মোনাজাতে অংশ নেন লাখো মুসল্লি। ছবি: প্রতিনিধি

আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বের প্রথম ধাপ।
এতে আত্মশুদ্ধি, নিজ নিজ গুনাহ মাফ, সব বালা-মুসিবত থেকে হেফাজত ও রহমত প্রার্থনা এবং আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় লাখো মুসল্লি আকুতি জানান।

রবিবার (২ ফেব্রুয়ারি) সকাল ৯টা ১১ মিনিটে  আখেরি মোনাজাত শুরু হয়ে চলে দীর্ঘ ২৪ মিনিট। আখেরি মোনাজাত পরিচালনা করেন কাকরাইল মসজিদের ইমাম ও তাবলিগ জামাতের মুরুব্বি মাওলানা মুহাম্মদ জুবায়ের। মোনাজাতের আগে চলে পবিত্র কুরআন-হাদিসের আলোকে বয়ান। এর আগে অনুষ্ঠিত হয় হেদায়তি বয়ান।

দেশ-বিদেশের লাখ লাখ মুসল্লিদের উপস্থিতিতে ইবাদত, বন্দেগি, জিকির, আসকার আর আল্লাহু আকবর ধ্বনিতে উত্তাল টঙ্গীর তুরাগ পাড়ের বিশ্ব ইজতেমা ময়দান।

তীব্র কুয়াশা উপেক্ষা করে গাজীপুর এবং রাজধানী ঢাকা ও এর আশপাশ এলাকার লাখ লাখ মানুষ আখেরি মোনাজাতে শরিক হতে দলে দলে ইজতেমা ময়দানে আসেন।

৩০ জানুয়ারি বাদ মাগরিবের নামাজের পরই আম বয়ানের মাধ্যমে শুরু হয় ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বের প্রথম ধাপ। এর দুদিন আগ থেকেই মুসল্লিরা ইজতেমা ময়দানে আসতে শুরু করেন। শুক্রবারের নামাজ আদায়ে মুসল্লিদের ঢল নামে।

রাস্তায়ও নামাজ আদায় করেন। দুদিন ধরে সকাল থেকে রাত পর্যন্ত অবিরাম চলে দেশ-বিদেশের খ্যাতনামা আলেমদের বিভিন্ন ভাষায় বয়ান। ধর্মপ্রাণ মুসল্লিরা ইমান, আখলাক ও দ্বীনের বিভিন্ন বয়ান শোনেন।

প্রথম ধাপ আজ রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়ছে। কাল দ্বিতীয় ধাপ শুরু হবে চলবে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত।এরপর আট দিন বিরতি দিয়ে ১৪ ফেব্রুয়ারি সাদ অনুসারীদের দ্বিতীয় পর্ব ইজতেমা শুরু হবে। যা ১৬ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে।

নিউজটি শেয়ার করুন
ট্যাগসঃ

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপলোডকারীর তথ্য

বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো প্রথম পর্ব

আপডেট সময়ঃ ০৮:১৯:৪৮ অপরাহ্ন, রবিবার, ২ ফেব্রুয়ারী ২০২৫

আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বের প্রথম ধাপ।
এতে আত্মশুদ্ধি, নিজ নিজ গুনাহ মাফ, সব বালা-মুসিবত থেকে হেফাজত ও রহমত প্রার্থনা এবং আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় লাখো মুসল্লি আকুতি জানান।

রবিবার (২ ফেব্রুয়ারি) সকাল ৯টা ১১ মিনিটে  আখেরি মোনাজাত শুরু হয়ে চলে দীর্ঘ ২৪ মিনিট। আখেরি মোনাজাত পরিচালনা করেন কাকরাইল মসজিদের ইমাম ও তাবলিগ জামাতের মুরুব্বি মাওলানা মুহাম্মদ জুবায়ের। মোনাজাতের আগে চলে পবিত্র কুরআন-হাদিসের আলোকে বয়ান। এর আগে অনুষ্ঠিত হয় হেদায়তি বয়ান।

দেশ-বিদেশের লাখ লাখ মুসল্লিদের উপস্থিতিতে ইবাদত, বন্দেগি, জিকির, আসকার আর আল্লাহু আকবর ধ্বনিতে উত্তাল টঙ্গীর তুরাগ পাড়ের বিশ্ব ইজতেমা ময়দান।

তীব্র কুয়াশা উপেক্ষা করে গাজীপুর এবং রাজধানী ঢাকা ও এর আশপাশ এলাকার লাখ লাখ মানুষ আখেরি মোনাজাতে শরিক হতে দলে দলে ইজতেমা ময়দানে আসেন।

৩০ জানুয়ারি বাদ মাগরিবের নামাজের পরই আম বয়ানের মাধ্যমে শুরু হয় ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বের প্রথম ধাপ। এর দুদিন আগ থেকেই মুসল্লিরা ইজতেমা ময়দানে আসতে শুরু করেন। শুক্রবারের নামাজ আদায়ে মুসল্লিদের ঢল নামে।

রাস্তায়ও নামাজ আদায় করেন। দুদিন ধরে সকাল থেকে রাত পর্যন্ত অবিরাম চলে দেশ-বিদেশের খ্যাতনামা আলেমদের বিভিন্ন ভাষায় বয়ান। ধর্মপ্রাণ মুসল্লিরা ইমান, আখলাক ও দ্বীনের বিভিন্ন বয়ান শোনেন।

প্রথম ধাপ আজ রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়ছে। কাল দ্বিতীয় ধাপ শুরু হবে চলবে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত।এরপর আট দিন বিরতি দিয়ে ১৪ ফেব্রুয়ারি সাদ অনুসারীদের দ্বিতীয় পর্ব ইজতেমা শুরু হবে। যা ১৬ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে।

নিউজটি শেয়ার করুন