বিয়ানীবাজার উপজেলা, পৌর ও কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে প্রতিষ্ঠাবার্ষিকী পালন

- আপডেট সময়ঃ ০৩:১২:৫১ পূর্বাহ্ন, বুধবার, ১ জানুয়ারী ২০২৫
- / ৬৬ বার পড়া হয়েছে।

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিয়ানীবাজার উপজেলা, পৌর ও কলেজ শাখার উদ্যোগে র্যালি পরবর্তী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সভা সভাপতিত্ব করেন জেলা ছাত্রদলের সহ- সাধারণ সম্পাদক ও পৌর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আহসান জামিল ও পরিচালনা করেন উপজেলা ছাত্রদল নেতা জাবেদ আহমদ ও পৌর ছাত্রদল নেতা ফয়সাল আহমদ হাসান উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিয়ানীবাজার উপজেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক মিসবাহ উদ্দিন।
প্রধান বক্তা হিসাবে ছিলেন- উপস্থিত বিয়ানীবাজার উপজেলা বিএনপির প্রচার ও প্রকাশনা সম্পাদক ফয়েজ আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- পৌর যুবদলের যুগ্ন আহ্বায়ক জাহানে আলম, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ পৌর যুবদলের যুগ্ন আহ্বায়ক লিমন আহমদ উপজেলা ছাত্রদল নেতা রেজাউল হক, কবির আহমদ, আকমল হোসেন, সাইদুল হক, অলিউর ,হায়দর আহমদ আলিনগর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহবুবুল, সহ সভাপতি সাজেল দুবাগ ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শাহেদ আহমদ সহ সভাপতি শিব্বির পৌর ছাত্রদল নেতা ওমর আহমদ, মাজহারুল ইসলাম কলেজ ছাত্রদল নেতা শাহেদ আহমদ, রিমু উদ্দিন, ফাহিম আহমদ।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মিসবাহ উদ্দিন বলেন, আজকের দিনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল তরুণ মেধাবী ছাত্রদের নিয়ে প্রতিষ্ঠা করেন। যার ধারাবাহিকতায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ছাত্রদের অধিকার স্বৈরাচার হাসিনা বিরোধী আন্দোলন সংগ্রামে অগ্রনীয় ভূমিকা পালন করে এবং ভোটের অধিকার প্রতিষ্ঠা হওয়ার আগ পর্যন্ত রাজপথে থাকবে।