১১:৩৬ অপরাহ্ন, শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫
সংবাদ শিরোনামঃ
বিয়ানীবাজারে নি ষি দ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা গ্রে প্তা র

স্টাফ রিপোর্টার:
- আপডেট সময়ঃ ০৬:০৭:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০২৪
- / ৮৮ বার পড়া হয়েছে।

মহান বিজয় দিবস উপলক্ষে মিছিল সহকারে পুষ্পশ্রদ্ধা জানাতে গিয়ে নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার চারখাই ইউনিয়নের জমশেদ আহমদ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গন থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তারকৃত ছাত্রলীগ নেতার নাম তামজিদ আহমদ (১৭)। সে উপজেলার চারখাই ইউনিয়নের কাকুরা পশ্চিমপাড়া এলাকার লিপন আহমদের ছেলে। ছাত্রলীগ নেতা তামজিদ আহমদ গেল বছর জমশেদ আহমদ উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থী।
বিয়ানীবাজার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. ছবেদ আলী গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত ছাত্রলীগ নেতাকে মামলা-১ (তাং ০১/১০/২০২৪) এ গ্রেপ্তার দেখিয়ে মঙ্গলবার সকালে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
ট্যাগসঃ