বিএনপি নাকি আওয়ামীলীগ ডিপজল তুমি কার ?

- আপডেট সময়ঃ ০৪:১৮:০৩ পূর্বাহ্ন, বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪
- / ১০৮ বার পড়া হয়েছে।

ঢাকাই সিনেমার খল-অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল। অভিনয়ের পাশাপাশি দায়িত্ব পালন করছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদকের। এ ছাড়া তাকে দেখা যায় সামাজিক নানা কার্যক্রমেও।পাশাপাশি গেল সরকার আওয়ামী লীগের আমলে বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ডেও সরব ছিলেন এই খল-অভিনেতা। চেয়েছিলেন স্বৈরাচারী শেখ হাসিনার দলের মনোনয়নও।
সেই ডিপজল এবার আলোচনায় বিজয় দিবসে বিএনপির ব্যানারে শুভেচ্ছা জানিয়ে। শুভেচ্ছাবার্তার পোস্টারে দেখা যায়, ডিপজলের মাথার ওপর বিএনপির লোগো। তার ওপরে রয়েছে জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি। আর বিজয় দিবসের এই পোস্টারে ডিপজল নিজের পরিচয় দিয়েছেন, সাবেক ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর হিসেবে। সঙ্গে এও উল্লেখ করেছেন, তিনি একজন অভিনেতা, প্রযোজক, পরিচালক ও বিশিষ্ট সমাজসেবক।
ফেসবুকে পোস্টারটি শেয়ার করে ডিপজল লিখেছেন, ‘১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস। যাদের মহান আত্মত্যাগে আমাদের এই স্বাধীনতা, সেই সব বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি। লাখ শহীদের রক্তে লিখা, বিজয়ের এই ইতিহাস! মুক্তির বার্তা নিয়ে বারবার, ফিরে আসুক ডিসেম্বর মাস।’

তার এই শুভেচ্ছাবার্তা প্রকাশ্যে আসার পরই নেটদুনিয়ায় শুরু হয়েছে তুমুল আলোচনা-সমালোচনা। নেটিজেনদের অনেকেই জানতে চেয়েছেন- ডিপজল তুমি কার ।
সঙ্গে প্রকাশ করেছেন দুই সময়ের দুটি পোস্টার। এর মধ্যে একটি হলো- বিগত সরকারের আমলের আর অন্যটি সদ্য বিজয় দিবসের শুভেচ্ছা।
এর আগে আওয়ামী লীগের স্বৈরাচারী সরকার শেখ হাসিনার আমলে একাধিকবার পোস্টার প্রকাশ করেছেন ডিপজল। সে সময় তার পোস্টারগুলোতে সবার ওপরে লেখা ছিল জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। পাশে ছিল শেখ হাসিনা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও সজীব ওয়াজেদ জয়ের ছবি।