বাংলাদেশ ন্যাপের চেয়ারম্যানকে সহযোগিতার আহ্বান : রুহুল কবির রিজভীর

- আপডেট সময়ঃ ০৩:৫৬:০০ অপরাহ্ন, রবিবার, ১৭ নভেম্বর ২০২৪
- / ২২৩ বার পড়া হয়েছে।

সিলেট-৬ আসন ,বিয়ানীবাজার গোলাপগঞ্জ বাংলাদেশ ন্যাপের চেয়ারম্যান এম এন শাওন সাদেকীকে দলের সাংগঠনিক কার্যক্রম পরিচালনায় সহযোগিতা করতে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের নির্দেশনা দিয়েছেন কেন্দ্রীয় বিএনপি।
গত ফ্যাসিস্ট আওয়ামী লীগের দুঃশাসনের যুগপৎ আন্দোলনের সক্রিয় থেকে যে সমস্ত সমমনা রাজনীতিক দল সংগ্রামী ভূমিকা পালন করেছে সেই সকল দলের শীর্ষ নেতৃবৃন্দদের নিজ সংসদীয় এলাকার সাংগঠনিক কার্যক্রমের সহযোগিতার আহ্বান রুহুল কবির রিজভীর ।
কেন্দ্রীয় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত ২২ অক্টোবরের এক পত্রে সিলেট জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদককে জানানো হলেও বিজ্ঞপ্তিটি সম্প্রতি প্রকাশ্যে আসে। বিষয়টি অতীব জরুরি উল্লেখ করে, সংশ্লিষ্ট আসনের থানা, উপজেলা বা পৌরসভা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিষয়টি অবহিত করার জন্যও বলা হয়েছে।
এবিষয়ে বাংলাদেশ ন্যাপের চেয়ারম্যান এম এন শাওন সাদেকী বলেন, বিএনপির নেতৃত্বাধীন যুগপৎ আন্দোলনের শরিক দল বাংলাদেশ ন্যাপ। আমরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আন্দোলন সংগ্রাম করে হাসিনা সরকারের পতন করেছি। তিনি বলেন, আমি বিয়ানীবাজারের সন্তান। এই এলাকার জনগণ চায় আমি সিলেট-৬ আসনে নির্বাচন করি। বিএনপি আমাদের সহযোগিতার উদ্যোগ নিয়েছে, আমি তাদের স্বাগত জানাই।