০৯:৩৫ অপরাহ্ন, শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫

ফেঞ্চুগঞ্জ কবরস্থানে পাওয়া গেলো এক নবজাতককে

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময়ঃ ০৯:২৮:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪
  • / ১২৩ বার পড়া হয়েছে।

১দিন বয়সী ওই নবজাতক (মেয়ে) জীবিত উদ্ধার করা হয়।

সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার ঘিলাছড়া ইউনিয়নের নিজ ঘিলাছাড়া গ্রামে এক মাজারের পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় নবজাতককে উদ্ধার করা হয়েছে। সোমবার (১১ নভেম্বর) সকালে শিশুটিকে উদ্ধার করা হয়।

জানা যায়, সোমবার সকালে স্থানীয় এক যুবক তার মায়ের কবর জিয়ারত করতে যান। জিয়ারত করার সময় হঠাৎ তিনি নবজাতকের কান্নার শব্দ শুনতে পান, তখন ভয় পেয়ে চিৎকার দেন তিনি।

এ সময় স্থানীয় লোকজন ছুটে এসে নবজাতকটিকে কান্নারত দেখতে পায়। কিন্তু সবাই তার কাছে যেতে ভয় পাচ্ছিল। সে সময় তাহমিনা নামে স্থানীয় এক স্কুলশিক্ষিকা এগিয়ে আসেন। তিনি পরম মমতায় নবজাতককে কোলে তুলে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. রাশেদুল হক তথ্যটি নিশ্চিত করে বলেন, ‘শিশুটির বয়স বড়জোর এক থেকে দুই দিন হবে। সে সুস্থ আছে। তাকে উপজেলা সমাজসেবা কার্যালয়ের মাধ্যমে জেলা সমাজসেবা কার্যালয়ে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন
ট্যাগসঃ

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপলোডকারীর তথ্য

ফেঞ্চুগঞ্জ কবরস্থানে পাওয়া গেলো এক নবজাতককে

আপডেট সময়ঃ ০৯:২৮:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪

সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার ঘিলাছড়া ইউনিয়নের নিজ ঘিলাছাড়া গ্রামে এক মাজারের পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় নবজাতককে উদ্ধার করা হয়েছে। সোমবার (১১ নভেম্বর) সকালে শিশুটিকে উদ্ধার করা হয়।

জানা যায়, সোমবার সকালে স্থানীয় এক যুবক তার মায়ের কবর জিয়ারত করতে যান। জিয়ারত করার সময় হঠাৎ তিনি নবজাতকের কান্নার শব্দ শুনতে পান, তখন ভয় পেয়ে চিৎকার দেন তিনি।

এ সময় স্থানীয় লোকজন ছুটে এসে নবজাতকটিকে কান্নারত দেখতে পায়। কিন্তু সবাই তার কাছে যেতে ভয় পাচ্ছিল। সে সময় তাহমিনা নামে স্থানীয় এক স্কুলশিক্ষিকা এগিয়ে আসেন। তিনি পরম মমতায় নবজাতককে কোলে তুলে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. রাশেদুল হক তথ্যটি নিশ্চিত করে বলেন, ‘শিশুটির বয়স বড়জোর এক থেকে দুই দিন হবে। সে সুস্থ আছে। তাকে উপজেলা সমাজসেবা কার্যালয়ের মাধ্যমে জেলা সমাজসেবা কার্যালয়ে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন